সোমবার, ১৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বার্সাকে থামাল দেপোর্তিভো

ক্রীড়া ডেস্ক

পিএসজির বিপক্ষে অবিস্মরণীয় জয়ের উৎসব এখনো বার্সোলোনা ভক্তদের মধ্যে বিরাজ করছে। কিন্তু লা-লিগায় একি করলেন মেসি-সুয়ারেজরা। দুর্বল প্রতিপক্ষ দেপোর্তিভোর বিপক্ষে জয় পেয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করবে এই প্রত্যাশায় ছিল। কিন্তু ড্র নয়, পুরো তিন পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সাকে। ২-১ গোলে জয় পেয়ে চমক সৃষ্টি করেছে দেপোর্তিভো। গতকাল রাতে রিয়াল মাদ্রিদ জিতে গেলে তারাই আবার শীর্ষে  উঠবে। চ্যাম্পিয়নস লিগে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বার্সা যেন উড়ছিল। তাদের কিনা ধরাশায়ী হতে হলো অপেক্ষাকৃত দুর্বল দলের কাছে। প্রথম পর্বে লড়াইয়ে দেপোর্তিভোকে ৪-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। কালও অধিকাংশ সময় বল মেসিদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু দেপোর্তিভো যে কটি আক্রমণ চালায় তাতে ছিল পরিকল্পনার ছাপ। অন্যদিকে মেসি ও সুয়ারেজ সুযোগ পেয়েও দলকে এগিয়ে রাখতে পারেননি। ৩৯ মিনিটে ম্যাচের প্রথম সুযোগ পায় দেপোর্তিভো। হোসেলুর দুর্দান্ত শট ডান দিকে ঝাঁপ দিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বার্সার গোলরক্ষক। তারপর গোল খেতে হয় তাদের। কর্নারেই গোলমুখে জটলার মধ্যে বল পেয়ে জালে পাঠান স্পেনের ফরোয়ার্ড হোসেলু। দ্বিতীয়ার্ধে প্রথম মিনিটেই সমতা ফেরান সুয়ারেজ। খেলার গতি দেখে মনে হচ্ছিল বার্সা আরও গোল পাবে। ৭৩ মিনিটে আলেক গার্সিয়া গোল করেন। আর এই গোলেই স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে দেপোর্তিভো।

সর্বশেষ খবর