Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
রাঁচি টেস্ট আজ শুরু রাঁচি টেস্ট আজ শুরু

পুনে ও বেঙ্গালুরুর উইকেট নিয়ে বিতর্ক এখনো চলছে। আইসিসি সন্তুষ্ট প্রকাশ করেনি উইকেটের আচরণ নিয়ে। ক্রিকেটের শাসক সংস্থার মতে পুনের উইকেট ছিল ‘খারাপ’ এবং বেঙ্গালুরুর উইকেটও একই মানের। আজ শুরু হচ্ছে ঝাড়খন্ডের রাঁচিতে চার টেস্ট ম্যাচ সিরিজের তিন নম্বরটি। ভারত ও অস্ট্রেলিয়া দুই দলই একটি করে টেস্ট জিতেছে। ফলে রাঁচিতে শুরু টেস্টটি দুই দলেরই এগিয়ে যাওয়ার লড়াই। টেস্ট শুরুর আগেই দুই দলের ক্রিকেটারদের বাগযুদ্ধ চলছে। আজ থেকে শুরু হবে ব্যাট ও বলের লড়াই। এই লড়াই হবে যে উইকেটে, তার আচরণ কেমন হবে, কিউরেটর এসবি সিংহ কিছুই বলেননি। পরিষ্কারও নয়। কিন্তু শোনা যাচ্ছে, পুনে ও বেঙ্গালুরুর চেয়েও ধীরগতির আচরণ করবে উইকেট। সিরিজের তৃতীয় টেস্ট খেলার আগে অবশ্য অস্ট্রেলিয়াকে বেশ বড়সড়ই ধাক্কা খেতে হয়েছে। দলের স্ট্রাইক বোলার মিচেল স্টার্ক ইনজুরিতে পড়ে ফিরে গেছেন দেশে।      

সর্বশেষ খবর