শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

নাসিরের কাছে মাশরাফির হার

ক্রীড়া প্রতিবেদক

২৭ মার্চ শুরু ইমার্জিং এশিয়া কাপ। টেস্ট খেলুড়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ দল অংশ নিবে টুর্নামেন্টে। আফগানিস্তান, নেপাল, হংকং ও মালয়েশিয়ার জাতীয় দল খেলবে টুর্নামেন্টে। টুর্নামেন্টকে সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ নিজেদের মধ্যে। আবার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও দুটি টি-২০ ম্যাচের প্রস্তুতিও নিচ্ছেন মাশরাফি। মাশরাফি গতকাল নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে খেলতে নামেন দীর্ঘদিন পর। বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ ম্যাচে হাতে আঘাত পেয়েছিলেন মাশরাফি। এরপর গতকালই খেলতে নামেন টাইগার অধিনায়ক। কিন্তু সেই ছন্দে দেখা যায়নি। প্রস্তুতি ম্যাচে তার দল বিসিবি সবুজ ৪ উইকেটে হেরেছে নাসির হোসেনের বিসিবি লালের কাছে। বিসিবি লাল প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪৭.১ ওভারে ২১১ রান করে। ২১২ রানের টার্গেটে খেলতে নেমে নাসিরের দল ৩৭.৩ ওভারে জয় তুলে নেয়। ওপেনার সাইফ হাসান ৬২ রান করেন ৬৬ বলে ৭ চার ২ ছক্কায়। অধিনায়ক নাসির খেলেন ৫২ রানের অপরাজিত ইনিংস ৬৯ বলে ৬ চারে।

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ছন্দে ছিলেন না মাশরাফি। নতুন বলে বোলিং করে ৮ ওভারের স্পেলে রান দেন ৪৫। ছিলেন উইকেট শূন্য।

আগামীকাল আরও এক প্রস্তুতি ম্যাচ। এরপরই ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা করবে বিসিবি।

সর্বশেষ খবর