শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত শ্রীলঙ্কাকে নিয়ে টি-২০ টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক

আগামী বছর শ্রীলঙ্কার স্বাধীনতা ৭০ বছর পূর্তি। এ উপলক্ষে দেশটির ক্রিকেট বোর্ড আয়োজন করছে একটি তিন জাতির টি-২০ টুর্নামেন্ট। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে খেলবে ভারত এবং আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশকেও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আমন্ত্রণটি গ্রহণ করেছে। টুর্নামেন্টটি আগামী মার্চে অনুষ্ঠিত হবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। টি-২০ টুর্নামেন্ট প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আগামী বছর মার্চে শ্রীলঙ্কার স্বাধীনতা উৎসব। একই সঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডেরও ৭০ বছর পূর্তি। এজন্য দেশটির ক্রিকেট বোর্ড একটি টি-২০ টুর্নামেন্ট আয়োজন করবে। সেখানে ভারতের সঙ্গে বাংলাদেশকেও আমন্ত্রণ জানিয়েছে। আমরা আমন্ত্রণ গ্রহণ করেছি।’ ১৫ মার্চ টুর্নামেন্টটি শুরু হবে। যদিও ওই সময়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি সিরিজ খেলার কথা বাংলাদেশের। বিসিবি সভাপতি অবশ্য জানিয়েছেন, ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে সময় ঠিক করে নিবে বিসিবি।

বিসিবি সভাপতি এখন শততম টেস্ট দেখতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন। বাংলাদেশের শততম টেস্টটিকে স্মৃতিময় করে রাখতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড নানান অনুষ্ঠানের আয়োজন করেছে।

সর্বশেষ খবর