শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ক্রীড়া কমপ্লেক্স সামসুজ্জোহার নামেই হবে : আমু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ক্রীড়া কমপ্লেক্সের নাম ভাষাসৈনিক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এ কে এম সামসুজ্জোহার নামেই হবে বলে ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ ঘোষণা দেন তিনি। আমির হোসেন আমু বক্তব্যের শুরুতেই বলেন, আন্দোলন সংগ্রামের সূতিকাগার এই নারায়ণগঞ্জ। বাংলাদেশ আওয়ামী লীগের ত্যাগী নেতাদের নাম বলতে গেলে প্রথমেই ওসমান পরিবারের নাম নিতে হয়। নারায়ণগঞ্জের ক্রীড়া কমপ্লেক্সের নামটি সামসুজ্জোহার নামে নামকরণ করা হলে তাকে যোগ্য সম্মান দেওয়া হবে। অনুষ্ঠানে স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও গভর্নিং বডির সদস্য শারমিন হাবিব বিন্নি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা দেওয়া হয়। মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি এ কে এম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান ও সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা বেগম বাবলী।

সর্বশেষ খবর