শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

দুই জায়ান্টের গোল উৎসব

ক্রীড়া ডেস্ক

দুই জায়ান্টের গোল উৎসব

এল ক্ল্যাসিকো যেন স্প্যানিশ লা লিগায় উত্তাপ বাড়িয়ে দিল বহুগুণে। সান্তিয়াগো বার্নাব্যু জয় করে আত্মবিশ্বাসী বার্সেলোনা ছুটছে বুলেট গতিতে। অন্যদিকে এল ক্ল্যাসিকো হেরে রিয়াল মাদ্রিদেও যেন আগুন লেগেছে। যে আগুনে পুড়ে মরছে সাধারণ ক্লাবগুলো। বুধবার যেমন লা লিগার দুই জায়ান্ট ক্লাব গোল উৎসব করেছে নিজেদের ম্যাচে। বার্সেলোনা ন্যু ক্যাম্পে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ওসাসুনাকে। অন্যদিকে দিপোর্তিভো লা করোনার মাঠে ৬-২ গোলের দুরন্ত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দুই ক্লাবের জয়ে লা লিগার পয়েন্ট তালিকা থাকল অপরিবর্তিত। ৭৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে বার্সেলোনা এরই মধ্যে ১০১ গোল করেছে। রিয়াল মাদ্রিদ করেছে ৯০ গোল। অবশ্য সবচেয়ে কম গোল হজমের দিক থেকে এগিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। তারা এবার ২৫টি গোল হজম করেছে। বার্সেলোনা ৩৩টি ও রিয়াল মাদ্রিদ ৩৮টি গোল হজম করেছে।

ন্যু ক্যাম্পে বার্সেলোনা ম্যাচের শুরু থেকেই যেন গোল উৎসবের প্রস্তুতি নিয়ে খেলতে থাকে। লিওনেল মেসি ১২তম মিনিটে দুর্দান্ত এক গোল দিয়ে শুরু করেন। মেসি আরও একটা গোল করেন ম্যাচের ৬১তম মিনিটে। এই নিয়ে লা লিগায় চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা হলো ৩৩টি। মেসির দুই গোলের মাঝখানে ৩০ ও ৫৭তম মিনিটে দুটি গোল করেন আন্দে  গোমেজ। ৬৪ ও ৮৬ মিনিটে দুটি গোল করেন পাকো আলকাসের। এছাড়াও ৬৭ মিনিটে একটি গোল করেন আর্জেন্টাইন তারকা মাসকারেনো। ওসাসুনার পক্ষে একমাত্র গোলটি করেন রবার্তো তোরেস। বার্সেলোনার দুর্দান্ত এ জয়ের খবর শুনেই খেলতে নামে রিয়াল মাদ্রিদ। তারাও কম করেনি। প্রতিপক্ষের মাঠ থেকে বিশাল জয় নিয়ে বাড়ি ফিরে। জিদানের শিষ্যরা এল ক্ল্যাসিকোর পরাজয় ভুলতে শিকার করল দিপোর্তিভোকে। কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ করলেন দুটি গোল। এছাড়াও একটি করে গোল করেন আলভারো মোরাতা, লুকাস ভাজকুয়েজ, ইসকো ও কাসেমিরো। দিপোর্তিভোর পক্ষে দুটি গোল করেন অ্যান্ডোন ও হোসেলু। স্প্যানিশ দুই জায়ান্টের এই জয় লা লিগার শিরোপা রেসে নতুন মাত্রাই যোগ করল। এখনো রিয়ালের বাকি পাঁচ ম্যাচ। বার্সেলোনার আছে চার ম্যাচ। দুই ক্লাবই এভাবে টানা জিততে থাকলে অবশ্য শিরোপাটা রিয়ালের শোকেসেই শোভা পাবে মৌসুম শেষে। তবে কোনো একটা ম্যাচও যদি হেরে যায় রিয়াল মাদ্রিদ শিরোপা জিতবে বার্সেলোনা। এ কারণেই রিয়াল কোচ জিদান কোনো ম্যাচেই প্রতিপক্ষকে ছাড় দিতে রাজি নন। বার্সা কোচ এনরিকের দর্শনও এটাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর