সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা

হকি কোচের এ কী কাণ্ড

ক্রীড়া প্রতিবেদক

অক্টোবরে ঢাকায় এশিয়া কাপ হকি। ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন, জাপান, ওমান আসরে খেলতে আসছে। শক্তিশালী দলের বিরুদ্ধে লড়তে বাংলাদেশ অনুশীলনও শুরু করে দিয়েছে। প্রাথমিকভাবে ক্যাম্পে ডাকা হয় ৪১ জন খেলোয়াড়কে। কিন্তু বেশ কজন খেলোয়াড় জার্মানিতে লিগ খেলছেন বিধায় ২৮ জন এখন অনুশীলনে। জার্মান কোচ অলিভার কার্টেজেরই অনুশীলন দেওয়ার কথা ছিল। কিন্তু দেখা মিলছে না জার্মান কোচের। ছুটি নিলে ফেডারেশনের অনুমতি নিতে হয়। অলিভার তা করেননি। কাউকে না জানিয়ে ঢাকা ছেড়েছেন। কোথায় গেছেন ফেডারেশনের কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। ধারণা করা হচ্ছে জার্মান কোচ এখন কেনিয়ায়। তবে যাওয়ার পর হকি ফেডারেশনে অলিভার একটি মেইল পাঠিয়েছেন। আপাতত সহকারী কোচ আলমগীর আলম ও গোলকিপার জাহাঙ্গীর আলমকে দিয়েই চলছে অনুশীলন। ঈদের পর মাহবুব হারুনও যোগ দেবে। ফেডারেশন আশা করছে অলিভার অল্পদিনের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু তিনি যে অনুমতি ছাড়াই ঢাকা ছাড়লেন এ নিয়ে কি ফেডারেশনের কিছুই করার নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর