সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মাশরাফির নেতৃত্ব নিয়ে ভাবছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

মাশরাফির নেতৃত্ব নিয়ে ভাবছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেটের এখন রমরমা অবস্থা। সেটা বাণিজ্যিক কিংবা পারফরম্যান্সের জন্যই হউক। ক্রিকেটই এখন বাংলাদেশের আলাদা পরিচয়। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমানরা এখন দেশের সবচেয়ে বড় তারকাদের একজন। ক্রিকেট দেশের আমজনতার ধ্যান-জ্ঞান। ক্রিকেটের সব খবর এখন তাদের নখদর্পণে। গত এপ্রিলে মাশরাফি যখন হঠাৎ টি-২০ ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেন, অধিনায়কত্ব ছেড়ে দেন, তখন দেশব্যাপী বিসিবির সমালোচনায় মেতে উঠেছিলেন জনগণ। মাশরাফির নেতৃত্ব ছাড়া নিয়ে বিসিবি ব্যাখ্যা দিয়েছিল। কিন্তু কথা বলেননি মাশরাফি। তবে মাশরাফির ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে সন্দেহ তুলেছিলেন অনেকে। গতকাল মিডিয়ার মুখোমুখিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট করেন, ২০১৯ সালের বিশ্বকাপে মাশরাফি অধিনায়ক থাকবেন কি না, এ নিয়ে ভাববে বিসিবি। বিসিবি সভাপতির বক্তব্যের পর পরিষ্কার, দেশের সবচেয়ে সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফির নেতৃত্ব এখন বিসিবির আতশী কাচের নিচে।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের যত সাফল্য, তার অধিকাংশই মাশরাফির নেতৃত্বে। মাশরাফি অধিনায়ক থাকাকালীন প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে খেলেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ করেছে পাকিস্তানকে। সিরিজ জিতেছে ভারত, দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিগুলোর বিপক্ষে। এমন একজন সফল অধিনায়কের নেতৃত্বেই বিশ্বকাপ খেলানো উচিত দলকে- ক্রিকেটপ্রেমীদের দাবি। কিন্তু ৩৪ বছর বয়স্ক মাশরাফি ২০১৯ সালের বিশ্বকাপে পা রাখবেন ৩৬-এ। ২০২০ সালের টি-২০ বিশ্বকাপে হবে ৩৭। বিশ্বকাপ ক্রিকেটের মতো আসরগুলোতে এই বয়স কতটা সমর্থন জোগাবে মাশরাফিকে সেটা প্রশ্নবোধক। সে সব বিচেনাতেই হয়তো বিসিবি সভাপতি বলেছেন, ‘এক সময় টি-২০ অধিনায়কত্ব নিয়ে একটা কথা উঠেছিল। ২০২০ সালে মাশরাফি খেলতে পারবে কিনা তা আমরা জানি না। সেজন্যই কিন্তু আমরা তখন ওর সঙ্গে আলোচনা করেছিলাম। অধিনায়কত্ব ছেড়েছে কিন্তু নিজ থেকেই। আমরা বলিনি তাকে ছেড়ে দিতে। আমাদের সঙ্গে আলাপ করার পরই সে  ঘোষণা দিয়েছে। সত্যি বলতে অধিনায়কত্বের প্রসেস নিয়ে আমরা আলোচনা করছি। এটা কিন্তু অনেক বড় বিষয়। মাশরাফির ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে এখনই আলাপ আলোচনা হয়নি। ক্রিকেট বোর্ডের আগামী সভায় আমরা এ নিয়ে আলোচনা করব। এরপর সিদ্ধান্ত হবে।’ তাহলে বিসিবির পরিচালনা পর্ষদের পরবর্তী সভাতেই পরিষ্কার হবে ২০১৯ সালের বিশ্বকাপে মাশরাফি অধিনায়ক থাকবেন কি না। 

সর্বশেষ খবর