সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মেক্সিকোকে হারিয়ে তৃতীয় পর্তুগাল

ক্রীড়া ডেস্ক

মেক্সিকোকে হারিয়ে তৃতীয় পর্তুগাল

পিছিয়ে পড়ে পরাজয়ের শঙ্কা পেয়ে বসেছিল পর্তুগালকে। পেপের গোলে সমতায় ফেরার পর অতিরিক্ত মিনিটে গোল করে দলকে তৃতীয় স্থান উপহার দেন আদ্রিয়েন সিলভা —এএফপি

বড় আশা করেছিল পর্তুগিজরা। ক্রিস্টিয়ানো রোনালদো হয়ত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মতোই পর্তুগালকে ফিফা কনফেডারেশনস কাপও এনে দিবেন! কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ব্যর্থতার বোঝা কাঁধে নিয়ে মিশন শেষ হওয়ার আগেই ফিরে গেছেন নিজ ভূমে। এর অবশ্য কারণও ছিল। জমজ সন্তানের পিতা হয়েছেন রোনালদো। গতকাল ফিফা কনফেডারেশনস কাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে নেমেছিল পর্তুগাল রোনালদোকে ছাড়াই। দলের মূল তারকা না থাকলেও মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে মেক্সিকোকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে পর্তুগাল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গুরুত্ব খুব একটা নেই। অনেকেই এটাকে খুব একটা মর্যাদাকর মনে করেন না। তারপরও ফিফার নিয়ম হিসেবে খেলতে হয়। গতকাল অবশ্য পর্তুগাল-মেক্সিকো ম্যাচটা ভালোভাবেই শুরু হয়েছিল। দুই দলই খেলছিল দুর্দান্ত। আক্রমণ-প্রতি আক্রমণ দুই পক্ষ থেকেই হচ্ছিল। প্রথমার্ধ গোল শূন্য ছিল দুই দলই। তবে মেক্সিকোর আক্রমণে দিশেহারা হয়ে পর্তুগিজ ডিফেন্ডার নেটো ম্যাচের ৫৪তম মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে দেন। মেক্সিকো এগিয়ে যাওয়ার পর ম্যাচটা শেষ বলেই মনে হচ্ছিল। নির্ধারিত নব্বই মিনিট পর্যন্ত এগিয়ে ছিল মেক্সিকো। তবে যোগ করা মিনিটে পেপের দুর্দান্ত এক বাইসাইকেল কিক পর্তুগালকে সমতায় ফিরিয়ে আনে। সেই সঙ্গে ম্যাচ জয়ের রাস্তাও পরিষ্কার করেন তিনি। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত মিনিটে। পরের ত্রিশ মিনিট খেলেছে কেবল পর্তুগালই। মেক্সিকো কেবল নিজেদের পরাজয়টাই মেনে নিয়েছে!

১০৪ মিনিটে আদ্রিয়েন গোল করে পর্তুগালকে এগিয়ে দেন। অবশ্য ম্যাচটা পর্তুগাল অনেক আগেই জিততে পারতো আন্দ্রে সিলভা পেনাল্টি মিস না করলে। ম্যাচের শেষদিকে পর্তুগালের সিমেডো এবং মেক্সিকোর জিমেনিজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডের ইশারায় মাঠ ছাড়েন। এদিকে পর্তুগাল জিতলেও ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মেক্সিকান গোলরক্ষক উচুয়া। ফিফা কনফেডারেশনস কাপে প্রথমবারের মতো অংশ নিয়েছে পর্তুগাল। তৃতীয় হয়েই ঘরে ফিরল রোনালদোর দল। অন্যদিকে মেক্সিকো এর আগে ১৯৯৯ সালে ব্রাজিলকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

সর্বশেষ খবর