সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশের গলফকে বিশ্বে ছড়িয়ে দিতে চান মাহি

মেজবাহ্-উল-হক

বাংলাদেশের গলফকে বিশ্বে ছড়িয়ে দিতে চান মাহি

বিশ্বের সেরা গলফ টুর্নামেন্ট  মার্কিন যুক্তরাষ্ট্রের পিজিএ (প্রোফেশনাল গলফ অ্যাসোসিয়েশন) ট্যুর। এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়াই একজন গলফারের আজন্ম সাধনা। বাংলাদেশের কোনো গলফার এর আগে কখনো এই টুর্নামেন্টে খেলার সুযোগ পায়নি।

প্রোফেশনাল গলফে বাংলাদেশের সাফল্যের ইতিহাস খুবই সংক্ষিপ্ত। এক কথায় সাফল্য বলতে, এক সিদ্দিকুর রহমান ও তার দুটি এশিয়ান ট্যুর জয় (ব্রুনাই ওপেন ২০১০, হিরো ইন্ডিয়া ওপেন ২০১৩)! কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাংলদেশের গলফ। সিদ্দিকুর রহমানের পাশাপাশি এখন তরুণ গলফাররাও সাফল্যের দরজায় কড়া নাড়ছেন। জাতীয় গলফ দলের নিয়মিত সদস্য আফনান মাহমুদ মাহি প্রথম বাংলাদেশি গলফার হিসেবে যুক্তরাষ্ট্রের ‘এনসিএএ ডিভিশন-১’তে খেলার সুযোগ পেয়েছেন। এই তরুণ গলফার যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে আগামী ১০ আগষ্ট দেশ ছাড়ছেন। যুক্তরাষ্ট্রের ‘আলবামা বিশ্ববিদ্যালয়’ থেকে সর্বোচ্চ স্কোলারশিপ পেয়েছেন। ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তা চার বছরের চুক্তিও হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে মাহি বলেন, ‘আমার স্বপ্ন যুক্তরাষ্ট্রের পিজিএ ট্যুরে খেলা।  এখন পর্যন্ত বাংলাদেশের কোনো গলফার সেখানে খেলেনি। জানি, কাজটা খুবই কঠিন। আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। এনসিএএ ডিভিশন-১ এ খেলার সুযোগ পাওয়াটা আমার জন্য বিশাল কিছু। এখন আমি যুক্তরাষ্ট্রে খেলতে পারব। এখান থেকে গ্রাজুয়েশন করার পর ওয়েব ডট কমে কোয়ালিফাই করেই আশা করি পিজিএ ট্যুরে খেলব। আমার লক্ষ্য বাংলাদেশের গলফকে বিশ্বে ছড়িয়ে দেওয়া।’

এনসিএএ(ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন) ডিভিশন-১ লিগে খেলার সুযোগ পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে মাহিকে। তবে সাফল্যের বীজ বপণ করে ছিলেন ২০১৬ সালেই। কোচ টম বার্নেটের অধীনে ফ্লোরিডায় প্রশিক্ষণ নিতে গিয়ে ‘হ্যারিকেন জুনিয়র চ্যাম্পিয়নশিপে’ শিরোপা জিতেন মাহি। নর্থ ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপে হয়েছেন রানারআপ। এক বছর আগের সেই সাফল্যই এই সুযোগ এনে দিয়েছে মাহিকে, ‘আমি এবার কোচ গ্যারি গ্রান্ডিসনের অধীনে প্রশিক্ষণ নেব। আসলে আমি ভাবিনি এমন একটি সুযোগ পাব। গত বছর সাফল্যের কারণে আমাকে মনে রেখেছিলেন কোচ টম বার্নেট। তাই এবার গ্রান্ডিসন যখন তাকে একজন তরুণ গলফারের কথা বললেন, তখন টম আমার কথা বলেছিলেন। তারপর গ্যারি নিজেই আমার সঙ্গে যোগাযোগ করেন।’ যুক্তরাষ্ট্রে ‘এনসিএএ ডিভিশন-১, ২, ৩’ টুর্নামেন্ট হয়। ডিভিশন-১ সুযোগ পাওয়া সবচেয়ে কঠিন। এর আগে ২০০০ সালের দিকে রায়ান রক নামে এক তরুণ গলফার ‘এনসিএএ ডিভিশন-২’ এ খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু পরে নিজেকে আর মেলে ধরতে পারেননি। তবে মাহির বিশ্বাস, তিনি সফল হবেন। তরুণ এই গলফার বলেন, ‘গলফে বাবাই আমার অনুপ্রেরণা। তিনি আমাকে সেই ছোটবেলা থেকেই গলফের প্রতি আগ্রহী করে তুলেছেন। বাবা আমাকে নিয়ে সব সময় বড় স্বপ্ন দেখেন। এখন আমার হাতে সুযোগ এসেছে তার স্বপ্ন পূরণ করার।’

মাহির বাবা বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। ২০০৬ সালে অবসর নেওয়ার পর থেকে এখন গলফ নিয়ে পড়ে আছেন। ছেলের সাফল্যের খবরে যারপরনাই খুশি মেজর (অব.) মাহমুদ, ‘এটা সত্যিই আমার জন্য অনেক বড় একটা খুশির খবর। মাহি আমার ছোট ছেলে। বড় ছেলে নাফিও পেশাদার গলফার। সে আগামী কাছে প্রশিক্ষণ নিতে মালয়েশিয়া যাচ্ছে। আমি নিজে আর্মি অফিসার হয়েও দুই ছেলেকে গলফে উৎসর্গ করেছি। এজন্য অনেকে উপহাসও করেছে। কেউ কেউ বলেছে, আমি নিজে হাতে দুই ছেলের ভবিষ্যৎ নষ্ট করছি! তাই ছেলের গলফে সাফল্যে আমার চেয়ে বেশি খুশি আর কে হবে? আমি মনে করি, এটা বাংলাদেশের গলফের জন্যই অনেক বড় খবর।’ মাহি এর আগে চীনে অনুষ্ঠিত ‘ফালদো সিরিজ এশিয়ান গ্র্যান্ড ফাইনালে’ তৃতীয় এবং ঢাকায় ‘পিজিটিআই-২০১৬’ তে চ্যাম্পিয়ন হয়েছেন।

সর্বশেষ খবর