সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

লিগে লড়াই হবে হাড্ডাহাড্ডি

ক্রীড়া প্রতিবেদক

লিগে লড়াই হবে হাড্ডাহাড্ডি

মোহামেডানের অধিনায়ক এমিলি

শিরোপা যাদের অভ্যাসে পরিণত হয়েছিল। সেই ক্লাব কিনা ১৫ বছর ধরে লিগ শিরোপা জিততে পারছে না। যা ক্রীড়াঙ্গনে অবিশ্বাস্য ঘটনাই বলা যায়। পেশাদার লিগে মোহামেডান অপরাজিত রানার্সআপ হয়েছে। কিন্তু চ্যাম্পিয়ন যেন স্বপ্নে পরিণত হয়েছে। অথচ তাদের চির প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী সর্বোচ্চ ৫ বার, শেখ জামাল ৩, শেখ রাসেল ১ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। এমন না যে মোহামেডান শক্তিশালী দল গড়েনি। প্রথম তিন বছর সেরা দল গড়লেও ব্যর্থতা পিছু ছাড়েনি। বেশ কয়েক বছর ধরে মোহামেডান সেই মানের দল গড়ছে না। গত লিগে মোহামেডানের অবস্থান ছিল দশে। কোনোক্রমে রেলিগেশন এড়িয়েছে। ঐতিহ্যবাহী ক্লাবের এতটা সংকটাপন্ন অবস্থা হবে তা ভাবাই যায় না। ২০০২ সালে শেষবার লিগ জয় করে মোহামেডান। যে দল ফেডারেশন কাপে টানা চারবার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছে। সেই টুর্নামেন্টেও শোচনীয় হাল। ২০০৮-২০০৯ মৌসুমের পর সেমিফাইনালে উঠতে পারছে না। এক্ষেত্রে আবাহনী পিছিয়ে থাকলেও এবার ট্রফি জিতে মোহামেডানের সঙ্গে যৌথভাবে ১০ বার শিরোপা জেতার রেকর্ড গড়েছে।

মোহামেডান কি আর মোহামেডান রূপে ফিরবে না? এনিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। এবার ফুটবলে বেশ ক’জন অভিজ্ঞ খেলোয়াড় যোগ দিয়েছেন। কোচ হয়েছেন ভারতের সৈয়দ নইমুদ্দীন। দেশসেরা স্টাইকার জাহিদ হোসেন এমিলি অধিনায়ক। তবু মৌসুমের প্রথম ট্রফি ফেডারেশন কাপে সেমিফাইনালে উঠতে পারেনি। শেখ জামালের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে যায়। ২৮ জুলাই থেকে পেশাদার লিগের পর্দা ওঠার কথা। কী করবে মোহামেডান? অধিনায়ক এমিলি বলেন, ‘মোহামেডান অবশ্যই শক্তিশালী দল গড়েছে। সমস্যা হচ্ছে দলের ভিতর এখনো সমন্বয় গড়ে উঠেনি। নইমুদ্দীন খুবই উঁচুমানের কোচ। তাকে পেয়ে আমরা খুশি। কিন্তু ফেডারেশন কাপে তিনি প্রশিক্ষণের সময় পেয়েছেন খুবই কম।’

তাহলে কি লিগেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে? এমিলি বলেন, ‘প্রশিক্ষণে আমাদের গ্যাপটা থেকেই গেছে। দীর্ঘসময়ে লিগ স্থগিত হওয়ায় আমাদের অনুশীলনও বন্ধ হয়ে যায়। রোজার সময় অনেকে নিজ উদ্যোগে অনুশীলন করেছেন। কিন্তু দলীয় ও ব্যক্তিগত অনুশীলন তো এক নয়। তবে এনিয়ে হতাশ হওয়ার কিছু নেই। সোমবার থেকে আবার অনুশীলন শুরু হচ্ছে। কোচ নইমুদ্দীন রাতেই ফিরবে। লিগ শুরু হতে প্রায় ২০ দিন বাকি। আশা রাখি এর মধ্যে নিজেদের গুছিয়ে নিতে পারব। ফেডারেশন কাপের আগে অনেক দলই প্র্যাকটিস ম্যাচ খেলেছে। মোহামেডান খেলেনি। প্র্যাকটিস ম্যাচ খেললে ভুলত্রুটিগুলো চিহ্নিত করা যায়। খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ও গড়ে উঠে। লিগে মাঠে নামার আগে আমরা অন্তত তিনটা ম্যাচ খেলতে চাই। আশা রাখি ভুল শুধরিয়ে মাঠে নামতে পারব। লিগে লড়াই হবে হাড্ডাহাড্ডি। আমরা জানপ্রাণ দিয়ে লড়বো শিরোপা জিততে।’ তাহলে কী লিগ জেতার সম্ভাবনা নেই? আমেরিকা থেকে দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন,‘ লিগের আগেই চেষ্টা থাকবে ২/৩টি প্রস্তুতি ম্যাচ খেলা। আমি আশা রাখি অতীতে যাই হোক না কেন এবারের লিগে মোহামেডান সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবে।’

সর্বশেষ খবর