মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রাজার সেঞ্চুরি তবু এগিয়ে লঙ্কানরা

ক্রীড়া ডেস্ক


রাজার সেঞ্চুরি তবু এগিয়ে লঙ্কানরা

সেঞ্চুরির পর সিকান্দর রাজার বাধভাঙা উল্লাস

আগের রাতটা হয়তো নিদ্রাহীনই কাটিয়েছেন সিকান্দার রাজা! সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে ছিলেন। টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি বলে কথা। তাই কাল ব্যাট হাতে নেমেই যেন তর সইছিল না জিম্বাবুয়ের এই ব্যাটসম্যানের। দিনের দ্বিতীয় বলেই পূরণ করে ফেলেন শতক। পেরের করা ওভারের প্রথম বলেই দুই রান। দ্বিতীয় বলটি কাভার পয়েন্ট ঠেলে দিয়েই ব্যাট উঁচিয়ে ধরেন।

রাজাকে দারুন সঙ্গ দিয়েছে ওয়ালার। তবে গতকাল খুব বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। আগের দিনের স্কোরের সঙ্গে আর মাত্র তিন রান যোগ করতে পেরেছেন। আউট হওয়ার আগে করেছেন ৬০ রান। আর রাজাকে থাকতে হয়েছে ১২৭ রানে। লোয়ার অর্ডারে দুর্দান্ত লড়াই করেছেন মুর ও অধিনায়ক গ্রায়েম ক্রেমারও। মুর করেছেন ৪০ রান আর ক্রেমারের ব্যাট থেকে এসেছে ৪৮ রান। লোয়ার ব্যাটসম্যানদের দাপুটেপনাতেই ৫৯ রানে ৫ উইকেট হারানো জিম্বাবুয়ে কাল দ্বিতীয় ইনিংসে ৩৭৭ রানের পাহাড় গড়ে জিম্বাবুয়ে। তবে প্রতিপক্ষকে ৩৮৮ রানের টার্গেট দিয়ে দিন শেষে হারের শঙ্কায় সফরকারীরা। কেননা তিন উইকেটেই ১৭০ রান করে ফেলেছে শ্রীলঙ্কা। আজ বোলিং চমক দেখাতে না পারলেও এই ম্যাচে ফল পক্ষে নিয়ে আসা জিম্বাবুয়ের জন্য কঠিন। কাল লঙ্কানদের শুরুটাই হয়েছে দারুন। পর পর দুটি হাফ সেঞ্চুরির জুটি। ৩৮৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে স্বাগতিকদের স্কোর ৩ উইকেটে ১৭০ রান। জয়ের জন্য আজ শেষ দিনে লঙ্কানদের দরকার আরও ২১৮ রান। হাতে রয়েছে ৭ উইকেট।

 

সর্বশেষ খবর