শনিবার, ৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নতুন ক্লাব নতুন স্বপ্ন

ক্রীড়া ডেস্ক

নতুন ক্লাব নতুন স্বপ্ন

পিএসজির মাঠে নেইমার

বার্সেলোনা ভক্তদের একটা অংশ ব্রাজিলিয়ান তারকা নেইমারকে এরই মধ্যে ‘বিশ্বাসঘাতক’ বলে ঘোষণা করেছে। লুইস ফিগোকেও এভাবেই অভিযুক্ত করেছিল বার্সা ভক্তরা। কিন্তু নেইমার জোর গলায় বলেছেন, পিএসজিতে যাওয়ার ব্যাপারে অর্থের কথা ভাবেননি তিনি। ভেবেছেন কেবল নতুন চ্যালেঞ্জের কথা। নতুন স্বপ্নের কথা। সে যাই হোক। নেইমারকে নিয়ে ভক্তরা যাই বলুক না কেন, মেসি আর সুয়ারেজরা ঠিকই প্রিয় বন্ধুর মতো শুভেচ্ছা জানিয়েছেন।

মেসি বলেছেন, ‘তোমার জন্য শুভেচ্ছা রইল বন্ধু।’ সুয়ারেজ প্রিয় বন্ধু নেইমারকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘তুমি বদলে যেও না বন্ধু।’ একসঙ্গে কাটানো সময়গুলোকে যেন নেইমার হৃদয়ের এক কোণে ছুড়ে না দেন, এই অনুরোধই করেছেন সুয়ারেজরা। কেবল বার্সেলোনার ইতিহাসেই নয়, ফুটবল ইতিহাসেরই সেরা ত্রয়ী ছিলেন এমএসএন। গত তিনটা মৌসুমে কী অসাধারণ সব ম্যাচ উপহার দিয়েছেন তিন জনে। এসবই এখন অতীত। নেইমারও অতীতকে পেছনে ফেলে ছুটে চলেছেন ভবিষ্যতের দিকে। গতকালই পিএসজির সঙ্গে চুক্তির কাজ শেষ করেছেন নেইমার। পাঁচ বছরের জন্য পিএসজিতে এসেছেন ব্রাজিলিয়ান এ তারকা। নেইমারের আগমনে প্যারিসের মানুষ উৎসবে মেতে উঠেছিল। তাকে এক নজর দেখার জন্য রাস্তায় ভিড় জমিয়েছিল। প্যারিসের প্রিন্সেস স্টেডিয়ামের আশপাশ ছিল লোকারণ্য। নেইমার পরিচিত হয়েছেন নতুন সতীর্থদের সঙ্গেও। গত মৌসুমেই এই মাঠে নেইমার ছিলেন প্রতিপক্ষ। এবার বন্ধু হয়ে এলেন তিনি এই মাঠে। স্বপ্ন একটাই, ইউরোপিয়ান ফুটবলের নতুন পরাশক্তি হিসেবে পিএসজিকে প্রতিষ্ঠা এনে দেওয়া। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করা। গত কয়েক মৌসুমে পিএসজি বার বারই চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শক্তি প্রমাণ করার চেষ্টা করেছে। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে। নেইমারের আগমনে ভাগ্য বদলায় কি না দেখা যাক! এদিকে বার্সেলোনা গতকাল ন্যূ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, নেইমারকে ২৬ মিলিয়ন ইউরো যে বোনাস দেওয়ার কথা ছিল গত বছরের চুক্তির ফলে তা আর দিবে না তারা। গত বছর নতুন চুক্তির ফলে নেইমারের একটা বোনাস প্রাপ্য ছিল। ক্লাবের মুখপত্র যোসেপ বিবেস বলেছেন, ‘নেইমার তার চুক্তি পূর্ণ করেনি। এ কারণে চুক্তি নবায়নের বোনাসও তিনি পাবেন না।’ বার্সেলোনা নেইমারকে চলে যাওয়ার অনুমতি দিলেও যে তারা খুশি মনে তা দেয়নি, বেশ  বোঝা যায় এই ঘটনা থেকে।

সর্বোচ্চ বেতনধারী ফুটবলার (সপ্তাহে)

১. কার্লোস তেভেজ (সাংহাই শেনহুয়া) ৬১৫০০০ পাউন্ড

২. নেইমার (পিএসজি) ৫১৫০০০ পাউন্ড

৩. লিওনেল মেসি (বার্সেলোনা) ৫০০০০০ পাউন্ড

৪. অস্কার (সাংহাই এসআইপিজি)    ৪০০০০০ পাউন্ড

৫. ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল)   ৩৬৫০০০ পাউন্ড

* ১ পাউন্ড= ১০৬ টাকা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর