মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মিরাজের দৃষ্টিতে এগিয়ে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

প্রথম দিনই পরিষ্কার হয়ে গিয়েছিল উইকেটে বল ঘুরবে। দুই দলের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলবেন স্পিনাররা। সব মিলিয়ে মিরপুর টেস্টের প্রথম দুই দিন শেষ। দুই দলের প্রথম ইনিংসও শেষ। উইকেটের পতন হয়েছে ২১টি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ঘরে ফিরেছে ১ উইকেটে ৪৫ রান তুলে। আজ তৃতীয় দিন ব্যাট করতে নামবে ৮৮ রানে এগিয়ে থেকে। হাতে রয়েছে ৯ উইকেট। দুই দিন শেষে মিরপুর টেস্টের যে চিত্র, তাতে সাদা চোখে এগিয়ে টাইগাররাই। যদিও ক্রিকেট অনিশ্চয়তার খেলা বলে সূক্ষ্ম একটি শঙ্কা থেকে যাচ্ছে। তারপর দেশের সেরা অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের দৃষ্টিতে টেস্টে এগিয়ে বাংলাদেশ। গতকাল ম্যাচ শেষে মিডিয়ার মুখোমুখিতে ম্যাচের পরিস্থিতি নিয়ে মিরাজ বলেন, ‘এখন পর্যন্ত ম্যাচ আমাদের দিকেই হেলে আছে। আশা করি, কাল (আজ) আরও ভালো করব। কালকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানরা সবাই দায়িত্ব নিয়ে ভালো খেলে একটি বড় টার্গেট দিতে পারি, তাহলে ওদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে।’

সর্বশেষ খবর