বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

স্টার্ক জেতালেন অস্ট্রেলিয়াকে

ক্রীড়া ডেস্ক

চতুর্থ দিন শেষে বেশ শক্ত অবস্থানে বসেছিল ইংল্যান্ড। মনে হচ্ছিল অ্যাডিলেডে ফ্লাডলাইটের আলোয় দিবা-রাত্রির টেস্টটি জিতে সিরিজে সমতা আনবে সফরকারীরা। কিন্তু ব্রিসবেন টেস্টে সহজে জেতা স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া ছিল অন্যরকম টার্গেটে। অধিনায়ক স্মিথের ইচ্ছাটা পূরণ করে দিলেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলওড ও নাথান লিওন। তিন অসি বোলারের সাঁড়াশি আক্রমণে ২৩৩ রানের বেশি এগোতে পারেনি জো রুটের ইংল্যান্ড। ফলে যা হওয়ার সেটাই হয়েছে। হেরেছে ১২০ রানের বড় ব্যবধানে। অবিশ্বাস্য এই জয়ে অস্ট্রেলিয়া ৫ টেস্ট সিরিজের অ্যাসেজে এগিয়ে গেল ২-০ ব্যবধানে। অ্যাসেজের তৃতীয় টেস্ট ১৪ ডিসেম্বর শুরু পার্থে। সিরিজে ফিরতে ইংল্যান্ডের টার্গেট ছিল ৩৫৪ রান। দিবা-রাত্রির টেস্টের চার নম্বর দিনে ১৭৬ রান তুলে নিয়েছিল ৪ উইকেটে। দরকার ছিল ১৭৮ রান। হাতে ছিল ৬ উইকেট। তাই জয়ের স্বপ্ন দেখতেই পারে রুট বাহিনী। কিন্তু স্বপ্ন যে একটু উচ্চাভিলাষী ছিল, সেটা প্রমাণ করে দিলেন বাঁ হাতি স্টার্ক। গতি, সুইং ও বাউন্সে একাই গুঁড়িয়ে দিলেন ইংলিশদের। তার বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৫৭ রান যোগ করতে সমর্থ হয় সফরকারীরা। তবে দিনের শুরুতে আঘাত হানেন হ্যাজলওড। দিনের মাত্র দ্বিতীয় বলেই সাজঘরে ফেরান ক্রিস ওকসকে। এরপর আউট করেন ইংলিশ অধিনায়ক রুটকে। দুজনেই ফিরেছেন আগের দিনের ব্যক্তিগত স্কোরে। হ্যাজলওডের দেখানে পর্থে এরপর আঘাত হানেন স্টার্ক ও লিওন।

সর্বশেষ খবর