বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

শীতকালীন অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া

ক্রীড়া ডেস্ক

দুই মাস পর উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে শুরু হবে শীতকালীন অলিম্পিক গেমস। তবে এর আগে রাশিয়ার ক্রীড়াবিদদের ওপর যেন আকাশ ভেঙে পড়ল। সরকারের সহায়তায় খেলোয়াড়রা ডোপ গ্রহণ করার অপরাধে ২০১৮ অলিম্পিকে দেশটিকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি। আইওসি সভাপতি টমাস বাথ বলেন, আমরা রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। রাশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এর জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে যেসব রাশিয়ান খেলোয়াড় নিজেদের ডোপিংমুক্ত প্রমাণ করতে পারবেন তারা শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবেন। অ্যাথলেট ফ্রম রাশিয়ার ব্যানারে তাদের প্রতিযোগিতার সুযোগ দেওয়া হবে।

সর্বশেষ খবর