শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

জিতেই চলেছে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

জিতেই চলেছে ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা জয়ের রেকর্ডটা কয়েক সপ্তাহ আগেই নিজেদের করে নিয়েছিল পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি। এবার রেকর্ডটাকে দিনে দিনে বহুদূর নিয়ে যাচ্ছে তারা। গত বুধবার ম্যানসিটি ১-০ গোলে হারিয়েছে নিউক্যাসলকে। দলের পক্ষে গোলটি করেছেন ইংলিশ স্ট্রাইকার রহিম স্টারলিং। এই নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১৮ ম্যাচ জিতল গার্ডিওলার শিষ্যরা। এই জয়ে ২০ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট সংগ্রহ করেছে ম্যানসিটি। প্রতিপক্ষ হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে গেল গার্ডিওলার দল। ম্যানইউ ৪৩ পয়েন্ট সংগ্রহ করে আছে দুই নম্বরে। ম্যানসিটি ইউরোপিয়ান লিগে টানা জয়ের রেকর্ড গড়তে খুব বেশি দূরে নেই। ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ডটা নিজেদের করে নেওয়ার পর এখন তারা এগিয়ে চলেছে ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে বায়ার্ন মিউনিখের টানা ১৯টি জয়ের রেকর্ড ছুতে। আর একটি মাত্র জয় দরকার গার্ডিওলার শিষ্যদের। প্রিমিয়ার লিগে টানা জয়ের রেকর্ড বাড়িয়ে চলা সিটি ২০০৮ সালে গড়া চেলসির অ্যাওয়ে ম্যাচ টানা ১১ জয়ের রেকর্ডও স্পর্শ করেছে। ২০ ম্যাচে ৫৮ পয়েন্ট সংগ্রহ করে ইংলিশ লিগে এখনো অপরাজিত ম্যানচস্টার সিটির। গার্ডিওলা শিষ্যদের এমন দুর্দান্ত গতি দেখে বিমুগ্ধ। তবে পা মাটিতেই রাখছেন তিনি। গার্ডিওলা বলেছেন, ‘আমরা ১৫ পয়েন্টে এগিয়ে আছি। এখন আমরা পরের ম্যাচটা খেলার জন্য নিজেদের প্রস্তুত করব।’ এদিকে হোসে মরিনহো দিন কয়েক আগে ট্র্যান্সফার নিয়ে গার্ডিওলাকে উদ্দেশ্য করে কঠোর মন্তব্য করেছেন। সাংবাদিকরা এর জবাবে কিছু বলতে বললে গার্ডিওলা বলেন, ‘আমি এর জবাব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নই।’ মরিনহোর সঙ্গে কথার লড়াই থেকে নিজেকে দূরেই রাখলেন স্প্যানিশ এ কোচ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর