মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ক্যারিয়ার সেরা মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক

ক্যারিয়ার সেরা মুমিনুল

হারের শঙ্কায় থেকেও অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে বাংলাদেশ। পর্বতসমান চাপের মুখে মুমিনুল হক, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ড্র করেছে চট্টগ্রাম টেস্ট। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটাই সেরা টেস্ট কি না, এ নিয়ে তর্ক থাকবে। তবে মুমিনুলের সেরা টেস্ট ম্যাচ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের সেরা টেস্ট ক্রিকেটারটি অপাঙ্কতেয় হয়ে পড়েছিলেন কোচ চন্ডিকা হাতুরাসিংহের জন্য। হাতুরা পরবর্তী যুগে প্রথম টেস্ট খেলতে নেমেই অবিশ্বাস্য ব্যাটিং করেছেন ‘পকেট হারকিউলিস’ খ্যাত মুমিনুল। প্রথম ইনিংসে ১৭৬ রান। সেই ধারাবাহিকতা রেখে দ্বিতীয় ইনিংসেও ১০৫ রান। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরি করে নাম লিখেছেন ইতিহাসের সোনালি পাতায়। তার চওড়া ব্যাটে চড়ে ড্র করেছে চট্টগ্রাম টেস্ট। এখন অপেক্ষায় ঢাকা টেস্ট। অবিশ্বাস্য ব্যাটিংয়ের ফলও পেয়েছেন মুমিনুল। আইসিসির সর্বশেষ ঘোষিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে এখন ২৭ নম্বরে। র‌্যাঙ্কিংয়ে মুমিনুলের চেয়ে এগিয়ে তামিম ইকবাল ২১, সাকিব আল হাসান ২২, মুশফিকুর রহিম ২৬। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ৫৯ এবং নার্ভাস নাইনটিজের শিকার লিটন দাস ৯৪। ৯৪৭ পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে সবার উপরে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ৯১২ পয়েন্ট নিয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি দ্বিতীয় স্থানে র‌্যাঙ্কিংয়ে।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিং করেছেন মুমিনুল। অসাধারণ দৃঢ়তার পরিচয় দিয়ে খেলেন ১৭৬ রানের প্রত্যয়ী ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৮১ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন হারে শঙ্কায়, তখন তিনি লিটনকে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ১৮০ রান। লিটন ৯৪ রান করেন। মুমিনুল সাজঘরে ফিরেন ১০৫ রানে ম্যাচ বাঁচানো ইনিংস খেলে। বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান ধৈর্যের প্রতীক হয়ে উভয় ইনিংসে সেঞ্চুরি করেন। যা করতে পারেননি শচীন টেন্ডুলকারের মতো ব্যাটসম্যানও। চট্টগ্রাম টেস্ট শুরুর আগে র‌্যাঙ্কিংয়ে মুমিনুল ছিলেন ৪২ নম্বরে। উভয় ইনিংসে সেঞ্চুরি করে এখন তিনি ৬২৫ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে। ২১ নম্বরে থাকা তামিমের পয়েন্ট ৬৪৯, সাকিবের পয়েন্ট ৬২২, মুশফিকের পয়েন্ট ৬২৫ এবং ৮৩ ও ২৮ রানের দুটি অপরাজিত ইনিংস খেলা মাহমুদুল্লাহর র‌্যাঙ্কিং ৫৯। বোলিংয়ে সবার উপরে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। বাংলাদেশের সাকিব একমাত্র বোলার হিসেবে র‌্যাঙ্কিংয়ে সেরা ২০ নম্বরে। ৬৬২ পয়েন্ট নিয়ে সাকিব এখন ১৮ নম্বরে, বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম ৪৬১ পয়েন্ট নিয়ে ৩৬, মেহেদী হাসান মিরাজ ৪৩৭ এবং মুস্তাফিজুর রহমান ২৭৬ পয়েন্ট নিয়ে ৫৯ নম্বরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর