মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

প্রধান কোচ পাচ্ছে না বিসিবি!

ক্রীড়া প্রতিবেদক

চন্ডিকা হাতুরাসিংহে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকেই প্রধান কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু এখনো পছন্দের কাউকে পায়নি। কিছুদিন আগে রিচার্ড পাইবাস, ফিল সিমন্স বাংলাদেশে এসে সাক্ষাৎকারও দিয়েছেন। কিন্তু কাউকেই মনে ধরেনি বিসিবির। প্রধান কোচ না থাকায় ঘরের মাঠে টাইগারদের ভরাডুবি হয়েছে। তাই দ্রুতই কাউকে না কাউকে নিয়োগ দেওয়ার চিন্তা করছে বিসিবি। গতকাল বিসিবি-র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘একটা স্কুলে সবধরনের শিক্ষক থাকতে পারে। অঙ্কের শিক্ষক থাকতে পারে ভুগোলের শিক্ষক থাকতে পারে কিন্তু হেডমাস্টার তো দরকার। সবধরনের শিক্ষক আছে হেডমাস্টার নাই। আমাদের একজন হেড কোচ অবশ্যই দরকার। এটা কিন্তু প্লেয়াররাও ফিল করছে। কয়েকদিন আগে কয়েকজন সিনিয়র প্লেয়ার বলছিল যত শিগগির সম্ভব হেড কোচের প্রয়োজন আছে।’

কাউকে সিলেক্ট করা হয়েছে কিনা? জালাল ইউনুস বলেন, ‘বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সে আমরা চেষ্টা করছি যাতে বাংলাদেশের জন্য যে ধরনের কোচ দরকার সে ধরনের একজনকে নিয়োগ দিতে চাওয়াতেই দেরি হচ্ছে। হুট করে আমরা কাউকে নিয়োগ দিতে চাচ্ছি না। কিছু অপশন আমাদের হাতে এখনো আছে।  মোস্ট অব দ্য... কোচের যে লিস্ট আমাদের কাছে আছে আমরা মনে করি যে অনেকে বাংলাদেশে টিমের সঙ্গে হয়ত ওইভাবে অ্যাডজাস্ট করতে পারবে না বলে আমরা কনফার্ম করতে পারছি না। নিদহাস ট্রফি পর্যন্ত যদি এখন আমরা...দুটো ব্যাটিং কোচের নাম আপনারা আগেই জানেন বেভান ও ম্যাকেঞ্জি। এর মধ্যে এখান থেকে যদি আমরা কাউকে হেড কোচ বানাতে পারি কিনা... সে ধরনের আলাপ-আলোচনা হচ্ছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর