মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপ কর্নার

বিশ্বকাপ কর্নার

১৫ বছরের জেল!

রাশিয়া বিশ্বকাপে আর দেরি নেই। এরই মধ্যে টিকিট বিক্রির বেশির ভাগ কাজই শেষ করে এনেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে প্রায় সব বিশ্বকাপেই টিকিট কালোবাজারিদের আধিপত্য থাকে। রাশিয়ায়ও থাকতে পারে। তবে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছে রাশিয়ান কর্তৃপক্ষ। টিকিট কালোবাজারিদের রুখতে সক্রিয় ভূমিকা রাখবে রাশিয়ান সিক্রেট সার্ভিস (এফএসবি সাবেক কেজিবি)। কাউকে টিকিট কালোবাজারি করতে দেখলেই সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। সংক্ষিপ্ত সময়ের মধ্যেই অপরাধী ৮ থেকে ১৫ বছরের কারাদণ্ড শুনতে পাবে। অপরাধের তুলনায় শাস্তিটা বেশি হলেও বিশ্বকাপটা নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য এমন সিদ্ধান্তই নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অ্যান্টি টেরর আইনের মাধ্যমে বেশ আগেই রাশিয়ান সিক্রেট সার্ভিসের ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে তারা এফএসবি আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে দেশজুড়ে।

পুতিনের নির্দেশ

ফুটবল মাঠে সমর্থক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। মাঝেমধ্যে উগ্র সমর্থকরা রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে বসে। এমনকি এসব মারামারিতে মৃতের সংখ্যাও একেবারে কম নয়। রাশিয়া বিশ্বকাপে এমন কোনো রক্তারক্তি কাণ্ড মোটেও পছন্দ করবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি রাশিয়ার সিক্রেট সার্ভিসকে কঠোর নির্দেশ দিয়েছেন, বিশ্বকাপের মাঠে কোনো রকমের গুণ্ডামি সহ্য করা যাবে না। রাশিয়ার সিক্রেট সার্ভিস (এফএসবি, সাবেক কেজিবি) কেবল উগ্র সমর্থকদেরই নয় নজর রাখবে টিকিট কালোবাজারিদের দিকেও। এফএসবিই বিশ্বকাপ যেন সুষ্ঠুভাবে চলতে পারে তা নিশ্চিত করবে। ২০১৬ ইউরোতে ইংল্যান্ড ও রাশিয়ার উগ্র সমর্থকরা মারামারি করেছিল। এমন ঘটনা যেন এবার না ঘটে সেদিকে কড়া নজর রাখছে রুশ সিক্রেট সার্ভিস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর