মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এখনো অপরাজিত বার্সা

ক্রীড়া ডেস্ক

এখনো অপরাজিত বার্সা

চলতি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ও গ্রিক ক্লাব অলিম্পিয়াকসের সঙ্গে গোল শূন্য ড্র করেছে বার্সেলোনা। তবে লা লিগায় কোনো ম্যাচে গোল শূন্য থাকেনি। চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় ২৩ ম্যাচের ১৮টিতেই জয় পেয়েছে কাতালানরা। ড্র করেছে পাঁচটিতে। এর মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়া ও এসপানিওলের সঙ্গে একটি করে ম্যাচ ১-১ ব্যবধানে ড্র করেছে। সেল্টাভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। প্রথমবারের মতো বার্সেলোনার আক্রমণভাগকে কোনো গোলই করতে দেয়নি গেটাফে। রবিবার ন্যু ক্যাম্পে গোল শূন্য ড্র করেছে বার্সেলোনা। অবশ্য অপরাজিত থাকার রেকর্ডটা ধরে রেখেছে তারা। আর মাত্র একটা ম্যাচ অপরাজিত থাকলেই   রিয়াল মাদ্রিদের রেকর্ডটা স্পর্শ   করবেন মেসিরা।

ডিফেন্সের দিক থেকে চলতি মৌসুমে লা লিগায় তৃতীয় সেরা ক্লাব গেটাফে। অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার পর গেটাফেই সবচেয়ে কম গোল হজম করেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের জালে প্রতিপক্ষরা গোল দিয়েছে ৯টি। বার্সেলোনা গোল হজম করেছে ১১টি। গেটাফে গোল হজম করেছে ২১টি। এমনকি রিয়াল মাদ্রিদও এরচেয়ে বেশি গোল (২২টি) হজম করেছে। রবিবার লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, কটিনহো, ডেম্বলেদের রুখে দিয়েছে গেটাফের ডিফেন্স লাইন। অবশ্য গোলরক্ষক গুইটা একাই ছিলেন প্রাচীরের মতো। বার বারই তিনি বার্সা তারকাদের হতাশ করেছেন দারুণসব সেভ করে। এদিকে লা লিগায় গত রবিবার জয় পেয়েছে ভ্যালেন্সিয়া। তারা ৩-১ গোলে হারিয়েছে লেভান্তেকে। এছাড়াও কাতালান ক্লাব এসপানিওল ২-২ গোলে ড্র করেছে সেল্টাভিগোর সঙ্গে। লা লিগায় ৪৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ভ্যালেন্সিয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর