মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
মিডিয়ায় শহীদ আফ্রিদি

কোহলির সঙ্গে সম্পর্ক ফাটলের প্রশ্নই ওঠে না

ক্রীড়া ডেস্ক

ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কটা কখনো সুখকর নয়। যার প্রভাব ক্রিকেটেও পড়েছে। পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ হয়ে গেছে আগেই। পরিস্থিতি যতই উত্তপ্ত হোক, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

সুইজারল্যান্ড আইস ক্রিকেট টুর্নামেন্ট খেলার ফাঁকে বন্ধু কোহলি সম্পর্কে এমনটাই জানিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, কোহলির সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত মধুর। এখানে রাজনৈতিক প্রভাব পড়বে কেন? আমি কেন ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানে এখন যারা খেলছে তাদেরও বন্ধুত্ব রয়েছে। কোহলির আন্তরিকতার উদাহরণ টেনে আফ্রিদি বলেন, সে সব সময় আমাকে সম্মান দেখায়। এমনকি আমার ফাউন্ডেশনের জন্য সে একটি সই করা জার্সিও উপহার দিয়েছে। কোহলির সঙ্গে তার যে বন্ধুত্ব, সেটা একটা দৃষ্টান্ত হতে পারে মনে করেন আফ্রিদি। কোহলির নেতৃত্বেও প্রশংসা করেছেন আফ্রিদি। একজন ভালো ক্রিকেটারের সব গুণাবলী তার ভিতরে রয়েছে। পারফরম্যান্স ধরে রাখতে পারলে জনপ্রিয়তার দিক দিয়ে সে শচিনকেও ছাড়িয়ে যেতে পারে।

সর্বশেষ খবর