শিরোনাম
শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সহজ গ্রুপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সহজ গ্রুপে বাংলাদেশ

এশিয়ান গেমস হকির চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বাংলাদেশের। ২০১৮ সালে গেমস অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। চূড়ান্ত পর্বে খেলবে ১২ দল। সরাসরি খেলবে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, চীন, জাপান ও স্বাগতিক ইন্দোনেশিয়া। বাকি ৫ দল নির্বাচিত হবে বাছাইপর্ব খেলে। ৯ মার্চ মধ্যপ্রাচ্যের দেশ ওমানের মাস্কাটে হবে খেলাগুলো। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপের বাকি দলগুলো স্বাগতিক ইন্দোনেশিয়া, আফগানিস্তান, হংকং ও থাইল্যান্ড। ‘বি’ গ্রুপে স্বাগতিক ওমান, শ্রীলঙ্কা, কাজাখস্তান ও চাইনিজ তাইপে। বাংলাদেশের প্রথম খেলা ৯ মার্চ আফগানিস্তান, ১০ মার্চ থাইল্যান্ড, ১২ মার্চ হংকং ও ১৩ মার্চ ইন্দোনেশিয়ার বিপক্ষে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর