শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ছন্দে ফিরছে রিয়াল

ক্রীড়া ডেস্ক

ছন্দে ফিরছে রিয়াল

ম্যাচ শেষে টুইটারে একটি ছবি আপ করেছেন সার্জিও র‌্যামোস। ছবিতে ৫৫০ লেখা জার্সি হাতে দাঁড়ানো র‌্যামোস। তাকে ঘিরে রিয়াল মাদ্রিদের অপরাপর ফুটবলাররা। র‌্যামোস রিয়ালের জার্সিতে ৫৫০ নম্বর ম্যাচটি খেলেছেন লা লিগায় লোগানেসের বিপক্ষে। ম্যাচটি ৩-১ গোলে জিতে র‌্যামোসের কীর্তিকে স্মরণীয় করে রাখে। এই জয়ে রিয়ালের পয়েন্ট ২৪ ম্যাচে ১৪ জয়ে ৪৮। ৬২ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা। ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ। চার নম্বরে থাকা ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৪৬। কোপা ডেল রে থেকে রিয়ালকে ছিটকে দিয়েছে লোগানেস। তাই ম্যাচটি নিয়ে সংশয় ছিল রিয়াল কোচ জিনেদিন জিদানের। কারণ একাদশে ছিলেন না  টনি ক্রুস, লুকা মড্রিক, মার্সেলো, ক্রিস্টিয়ানো রোনালদো, কেইলর নাভাস ও  গেরেথ বেল। পয়েন্ট টেবিলের ১৩ নম্বর দলের বিপক্ষে খেলতে নেমে ৬ মিনিটে পিছিয়ে পড়ে। ছোট বক্সে দাঁড়ানো উনাই বুসতিনসার হালকা শট ঠেকিয়ে দেন কাসিয়া। ফিরতি বল বাঁচাতে রাফায়েল ভারান শট নেন। কিন্তু বলটি বুসতিনসার গায়ে লেগে জালে জড়ালে এগিয়ে যায় লোগানেস (১-০)। ১১ মিনিটে সমতায় ফিরে রিয়াল। মাতেও কোভাসিচের পাসে ডি-বক্স থেকে আড়াআড়ি শটে রিয়ালকে সমতায় ফেরান লুকাস ভাসকেস (১-১)। ২৯ মিনিটে দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় জিদানের দল। করিম বেনজামার সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে দলকে এগিয়ে নেন কাসেমিরো (২-১)। দ্বিতীয়ার্ধে বেশ কিছু গোলের সুযোগ সৃষ্টি করেও গোল পায়নি রিয়াল। অবশেষে নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্পট কিকে ব্যবধান ৩-১ করেন সার্জিও রামোস (৩-১)। নিজের ৫৫০ নম্বর ম্যাচে গোল করে ম্যাচটিকে স্মরণীয় করে রাখেন রামোস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর