শনিবার, ১৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

দ্রুততম মানব-মানবী হাসান-রূপা

ক্রীড়া প্রতিবেদক

দ্রুততম মানব-মানবী হাসান-রূপা

পর্দা নেমেছে বাংলাদেশ যুব গেমসের। শেষ দিনে ছিল গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছেলে ও মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট। গেমসের দ্রুততম মানব হয়েছেন চট্টগ্রাম বিভাগের হাসান মিয়া এবং মেয়েদের দ্রুততম মানবী হয়েছেন রাজশাহী বিভাগের রূপা খাতুন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের লাল ট্রাকে গতকাল সন্ধ্যায় হাসান সোনা জিতেছেন ১১.০৬ সেকেন্ডে। রূপা সোনা জিতেছেন ১২.৩০ সেকেন্ডে। গত জুনিয়র মিটে রূপার সময় ছিল ১২.৬০ সেকেন্ড। টাইমিংয়ে উন্নতি করে আনন্দিত রূপা, ‘শুরুটা আমার খারাপ হয়েছিল। বরাবরই এমনটা হয়। শেষ ৮০ মিটারে আমাকে ঘাটতি পূরণ করতে হয়। গতবারের চেয়ে ভালো টাইমিং হয়েছে, আমি খুশি।’ গত জুনিয়র অ্যাথলেটিক্সে ১০.৬০ সেকেন্ড সময়ে সেরা হয়েছিলেন হাসান। প্রথমবারের মতো যুব গেমসে আয়োজন করা হয়েছে ভবিষ্যতে ক্রীড়াবিদ খুঁজে বের করতে।

সর্বশেষ খবর