মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

জয়ে শুরু আবাহনী-মেরিনার্সের

ক্রীড়া প্রতিবেদক

জয়ে শুরু আবাহনী-মেরিনার্সের

নাদিরা রহমতউল্লাহ গতকাল প্রয়াত স্বামী খাজা রহমতউল্লাহর নামে ক্লাব কাপ হকি উদ্বোধন করছেন। পাশে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক। ফ্লাড লাইটে আবাহনী ও পুলিশের বল দখলের লড়াই (ডানে) —বাংলাদেশ প্রতিদিন

দলবদল করেনি ঊষা ক্রীড়া চক্র। তখন ধরে নেওয়া হয়েছিল রহমতউল্লাহ ক্লাব কাপ হকি টুর্নামেন্টে খেলবে না পুরান ঢাকার দলটি। মোহামেডান খেলবে না, এমনটা ভাবেননি হকিপ্রেমীরা। অথচ শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় ঐতিহ্যবাহী দলটি। দুই হকি পরাশক্তির অনুপস্থিতিতে জৌলুস কমেছে ক্লাব কাপের। উদ্বোধন করতে এসে ফেডারেশনের প্রয়াত সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর স্ত্রীর কণ্ঠে সেই আকুলতাই ধরা পড়েছে। আবাহনী ও বাংলাদেশ পুলিশ ম্যাচটি উদ্বোধনের সময় তিনি বলেছেন, ‘আপনারা খাজার নামে টুর্নামেন্ট করার যে উদ্যোগ নিয়েছেন সে জন্য ধন্যবাদ। উনি হকির উন্নয়নে কাজ করতেন। কতটুকু পেরেছেন জানি না। ভালো লাগত যদি সব ক্লাব অংশ নিত। হকির উন্নয়নে বিভেদ কাম্য নয়। সবাই মিলে একসঙ্গে হকির উন্নয়নে কাজ করলে খাজার আত্মা শান্তি পাবে।’

বড় দুই দলের অনুপস্থিতিতে টুর্নামেন্টের আকর্ষণ কমেছে সন্দেহ নেই। তারপরও ফ্লাড লাইটের আলোয় টুর্নামেন্টটি হৃদয়ে দোলা দিয়েছে দর্শকদের। তাই সন্ধ্যার আলোয় খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন অনেক দর্শক। গরমের মাঝেই তারা উপভোগ করেছেন আবাহনীর ৭-১ গোলের উদ্ভাসিত জয়। আবাহনীর গোলগুলো করেন মহসিন ও তাহের আলী ২টি, রোমান সরকার, কৃষ্ণা, আশরাফুল ১টি করে। পুলিশের পক্ষে একমাত্র গোল করেন মাহফুজ। দিনের দ্বিতীয় খেলায় শিরোপাপ্রত্যাশী মেরিনার্স ৮-০ গোলে হারিয়েছে ভিক্টোরিয়াকে। আরামবাগের দলটির পক্ষে হাসান জুবায়ের নিলয় ২টি, মামুনুর রহমান চয়ন, কৌশিক, হাসিন উদ্দীন, নাইম, ফরহাদ ও আহমেদ সিটুল একটি করে গোল করেন।   

রাতের আলোয় ফুটবল, ক্রিকেট হচ্ছে নিয়মিত। এমনকি অ্যাথলেটিক্সও। বাদ ছিল হকি। হকি ফেডারেশনের সদিচ্ছায় এই প্রথম ঘরোয়া হকির কোনো আসর বসেছে ফ্লাড লাইটের আলোয়। ফ্লাড লাইট লাগানো হয়েছে এশিয়া কাপ হকি উপলক্ষে। তিন-চার মাস আগে ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত হয় সেই আসর। দুপুরের প্রচণ্ড গরম এড়াতে ৬ দলের ক্লাব কাপ হকি টুর্নামেন্ট শুরু হয়েছে রাতের আলোয়। স্টেডিয়ামের গ্যালারি থেকে সবুজের ওপর নীলাভ টার্ফ মুগ্ধতা ছড়াচ্ছিল হকিপ্রেমীদের। ১৯৭৭ সাল থেকে ফুটবল খেলা হচ্ছে ফ্লাড লাইটের আলোয়। তবে রাতের ঘরোয়া ফুটবল শুরু ১৯৭৮ সালে। ক্রিকেট হয়েছিল ১৯৯৩ সালে। রাতের আলোয় একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এরপর শুধু বিপিএলই হচ্ছে। ফ্লাড লাইটে ঘরোয়া ক্রিকেটের দেখা নেই। মওলানা ভাসানী স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন রহমতউল্লাহর স্ত্রী নাদিরা রহমতউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক। টুর্নামেন্টের উদ্বোধন করার আগে তিনি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর