মঙ্গলবার, ১ মে, ২০১৮ ০০:০০ টা

ভিডিও রেফারি

ক্রীড়া ডেস্ক

ভিডিও রেফারি

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পদ্ধতি নিয়ে বিতর্ক এখনো কাটেনি। তবে ফিফা বিশ্বকাপে এই ব্যবস্থা চালু করতে বদ্ধ পরিকর। এরই মধ্যে ঠিক হয়ে গেছে ১৩ জন ভিএআর বিশেষজ্ঞ। প্রতিটা ম্যাচেই এই ১৩ জনের অন্তত তিন জন করে রেফারি উপস্থিত থাকবেন। তারা ভিডিও বিশ্লেষণ করে ফিল্ড রেফারিকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সহযোগিতা করবেন। বিশেষ করে সরাসরি লাল কার্ড, পেনাল্টি এবং গোলের ক্ষেত্রে। তিনজন ভিডিও রেফারির প্রত্যেকেরই থাকবে আলাদা দায়িত্ব। এই ১৩ জন রেফারি বেছে নেওয়ার ক্ষেত্রে ফিফা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ভিডিও রেফারি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে। এই তালিকায় এশিয়া থেকে কেবল একজনই আছেন। তিনি কাতারের আল জসিম আবদুর রহমান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর