মঙ্গলবার, ১ মে, ২০১৮ ০০:০০ টা

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সাবিনাদের মিশন শুরু

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের নারী ফুটবলাররা একের পর এক সাফল্য পাচ্ছেন। এবার সাবিনা খাতুনরা নতুন ফরম্যাটে নামছেন। আগামীকাল থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসছে এএফসি উইমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ। ফাইভ-এ সাইড টুর্নমেন্ট খেলতে গতকাল ঢাকা ছেড়েছে নারী দল। ১৫ দেশ চার গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নেবে। বি গ্রুপে বাংলাদেশ খেলবে মালয়েশিয়া, ভিয়েতনাম ও চাইনিজ তাইপের বিপক্ষে। আগামীকাল বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে মালায়েশিয়ার বিপক্ষে।

 ৩ মে ভিয়েতনাম ও ৬ মে চাইনিজ তাইপে। চার গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপরা খেলবে কোয়ার্টার ফাইনালে। ফুটবলে বেশ কটি ট্রফি জিতলেও বাংলাদেশ নারী দলের ইনডোরে ফুটসাল খেলার অভিজ্ঞতা নেই। তবে সাবিনা খাতুন ২০১৬ সালে মালদ্বীপ ঘরোয়া আসরে ফুটসাল খেলে সর্বোচ্চ গোলদাতা হন। বাকিদের হবে নতুন অভিজ্ঞতা। সাবিনা জানান নতুন ফরম্যাট হলেও ভালো করার ব্যাপারে আশাবাদী। কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমরা ৪১ জন মেয়ের মধ্যে ১৪ জনকে বেছে নিয়েছি। টুর্নামেন্টে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। বলতে পারেন অভিজ্ঞতা অর্জনের জন্যই টুর্নামেন্টে অংশ নেওয়া।’

সর্বশেষ খবর