বুধবার, ১৬ মে, ২০১৮ ০০:০০ টা

কেভিনের প্রথম সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

কেভিনের প্রথম সেঞ্চুরি

নিজের অভিষেক টেস্ট, দেশের অভিষেক টেস্ট—এমন ঐতিহাসিক ম্যাচে অংশগ্রহণ করতে পারাটাই স্মরণীয় ঘটনা। তবে এই স্মরণীয় ম্যাচে সেঞ্চুরি করে অবিস্মরণীয় করে রাখলেন আয়ারল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেভিন ও’ব্রেইন। খেলেছেন ১১৮ রানের অসাধারণ এক ইনিংস। কেভিনের ব্যাটে ভর করেই দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের বিরুদ্ধে ৩৩৯ রান করে আয়ারল্যান্ড। হাফ সেঞ্চুরি করেছেন থম্পসনও। প্রথম ইনিংসে মাত্র ১৩০ রানে অলআউট হয়ে প্রথম টেস্টেই ফলোঅনে পড়ে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় ইনিংসে তিন শতাধিক রানের স্কোর করে লড়াই জমিয়ে তুলেছিল। গতকাল শেষ দিনে জয়ের জন্য পাকিস্তানের টার্গেট দাঁড়িয়েছিল ১৬০ রান। পাকিস্তানের মতো শক্তিধর দেশের কাছে এই লক্ষ্য কঠিন কিছু নয়। কিন্তু কাল মাত্র ১৪ রানে আইরিশ বোলাররা তিন উইকেট তুলে নিয়ে বিপদে ফেলে দিয়েছিল পাকিস্তানকে। আজহার আলী, হারিস সোহেল ও আসাদ শফিকের দ্রুত বিদায়ের পর ম্যাচের হাল ধরেন পাকিস্তানের অভিষিক্ত ব্যাটসম্যান ইমাম-উল-হক ও বাবর আজম। তাদের জুটিতেই আসে ১২৬ রান। তবে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার রান আউটের ফাঁদে পড়েন বাবর আজম। ৫৯ রান করে আউট হয়ে যান। অধিনায়ক সরফরাজ আহমেদ দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেননি। তবে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ইমাম-উল-হক। ৭৪ রান করে পাকিস্তান জিতিয়ে দিয়েই মাঠ ছাড়েন। ৫ উইকেট হারলেও প্রথম ম্যাচে ৫দিন পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে লড়াই করেছেন সেটাই বা কম কিসে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর