বুধবার, ১৬ মে, ২০১৮ ০০:০০ টা

ইউরোপা লিগ ফাইনাল আজ

ক্রীড়া ডেস্ক

উয়েফা ইউরোপা লিগের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও মার্সেই। লিওনের অলিম্পিক পার্ক স্টেডিয়ামে ফাইনালটি অনুষ্ঠিত হবে আজ রাতে। ইউরোপা লিগে প্রথমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে খেলতে নামছে মার্সেই। এমনকি প্রথম ফরাসি ক্লাব হিসেবে তারা এই গৌরব অর্জন করতে পারে। এর আগে কোনো ফরাসি ক্লাবই ইউরোপা লিগ জিততে পারেনি। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ ২০১০ ও ২০১২ সালে এই টুর্নামেন্ট জয় করেছে।

আজ জিতলেই অ্যাটলেটিকো মাদ্রিদ লিভারপুল, জুভেন্টাস ও ইন্টার মিলানের মতো ক্লাবের পাশে নাম লেখাবে। ইউরোপা লিগে এরা তিনটি করে শিরোপা জিতেছে। অবশ্য ৫টি শিরোপা জিতে সবার উপরে আছে স্প্যানিশ ক্লাব সেভিয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর