শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা

মোহামেডান আবাহনীর জয়

ক্রীড়া প্রতিবেদক

মোহামেডান আবাহনীর জয়

সোনালী ব্যাংকের জালে গোলের পর আবাহনীর উৎসব —বাংলাদেশ প্রতিদিন

ক্লাব কাপ হকিতে খেলেনি। তাই শক্তিমত্তা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি রাসেল মাহমুদ জিমির দল মোহামেডানের। প্রিমিয়ার লিগ হকি শুরু হতেই পরিষ্কার ফুটে উঠেছে মোহামেডানের শক্তিমত্তা। ছয় বছর ধরে শিরোপাশূন্য মোহামেডান এবার নেমেছে চ্যাম্পিয়নশিপের টার্গেটে। সেই টার্গেটের প্রথম ধাপ ভালোভাবেই উতরে গেছে সাদা-কালো শিবির। লিগের প্রথম ধাপ শেষ করেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। গতকাল জুমার দিনে প্রিমিয়ার হকির সুপার ফাইভে খেলতে নেমেই সহজ জয় তুলে নেয় দলটি। সুপার ফাইভে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে মোহামেডান। দিনের প্রথম খেলায় সোনালী ব্যাংককে ৪-০ গোলে জয় হারিয়ে জয়ের ধারায় ফিরেছে আবাহনী। সব মিলিয়ে ১২ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩৬ এবং আবাহনীর ৩০।

প্রথমে মোহামেডান ১১ ম্যাচের সবগুলোতেই জয় পায়। দুই শিরোপাপ্রত্যাশী আবাহনীকে ২-১ গোলে এবং মেরিনার ইয়াংসকে হারায় ৪-১ গোলে। ক্লাব কাপ জয়ী আবাহনী আবার হেরে যায় মোহামেডান ও মেরিনারের কাছে। বিশেষ করে মেরিনারের কাছে বিধ্বস্ত হয় ৫-১ গোলে। এই দুই হারে শিরোপা রেসে পিছিয়ে পড়ে ধানমন্ডি পাড়ার দলটি। শিরোপা রেসে টিকে থাকতে হলে আবাহনীকে গতকাল জিততেই হতো। প্রথম পর্বের নিজেদের শেষ ম্যাচে সোনালী ব্যাংককে ৯-১ গোলে বিধ্বস্ত করেছিল আবাহনী। যদিও কোনো হ্যাটট্রিক ছিল না ম্যাচে। গতকাল দিনের প্রথম ম্যাচে সোনালী ব্যাংকের বিপক্ষে জয়ী ম্যাচে আবাহনীর পক্ষে গোল করেন সোহানুর রহমান সোহান ২টি এবং একটি করে মোহাম্মদ মহসিন ও তাজউদ্দিন আহমেদ। দ্বিতীয় খেলায় পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা মোহামেডানের পক্ষে হ্যাটট্রিক করেন গুরজিন্দার সিং। গুরজিন্দার গোলগুলো করেন ৯, ৩৩ ও ৪৩ মিনিটে। একটি করে গোল করেন অরবিন্দার সিং ও নাসির হোসেন এবং অ্যাজাক্সের একমাত্র গোল করেন জাবিন্দার সিং।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর