শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা
টি-২০ এশিয়া কাপ

কুয়ালালামপুর গেলেন সালমারা

ক্রীড়া প্রতিবেদক

মহিলাদের টি-২০ এশিয়া কাপ খেলতে গতকাল দুপুরে ঢাকা ছেড়েছে সালমা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ। এশিয়া কাপে সালমাদের প্রথম ম্যাচ ৩ জুন রয়্যাল সেলাঙ্গরে, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরের দিন কিনরারা ওভালে খেলবে পাকিস্তানের বিপক্ষে। ৬ জুন তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ভারত, ৭ জুন থাইল্যান্ড এবং ৯ জুন মালয়েশিয়ার বিপক্ষে নামবে। প্রথমটি ছাড়া সবকটি ম্যাচই কিনরারা ওভালে। ৬ দলের এই টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ১০ জুন। ঢাকা ছাড়ার আগে সালমা বলেছেন, ‘আসরে ভালো খেলাই টার্গেট দলের।’ চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ড ও স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে জয়ের সম্ভাবনা বেশি সালমা বাহিনীর। 

স্কোয়াড : সালমা খাতুন, রুমানা আহমেদ, নাহিদ আক্তার, পান্না ঘোষ, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, লিলি রানী বিশ্বাস, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, জাহানারা আলম, আয়েশা রহমান শুকতারা, শামীমা সুলতানা ও জান্নাতুল ফেরদৌস সুমনা।

সর্বশেষ খবর