বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপে এখনো ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক, মস্কো থেকে

ব্রাজিল থেকে আটলান্টিক পাড়ি দিয়ে রাশিয়া এসেছিল হাজার হাজার ভক্ত। হেক্সা জয়ের উৎসবে শামিল হওয়ার আশা ছিল তাদের মনে। কিন্তু নেইমারদের ব্যর্থতা সব শেষ করে দিল। কিন্তু ব্রাজিল কী মেনে নিতে পারল এই ব্যর্থতা! পারেনি। এ কারণেই ইংল্যান্ড-সুইডেন কোয়ার্টার ফাইনাল ম্যাচে দেখা মিলল ব্রাজিলের সমর্থকদের। আর সেন্ট পিটার্সবার্গে ফ্রান্স-বেলজিয়াম ম্যাচে তো গ্যালারির একটা অংশ হলুদেই ছেয়েছিল। ব্রাজিলের পতাকা নিয়ে এসেছিল তারা। ‘ব্রাজিল ওলে, ওলে, ওলে’ সুর তুলেছিল ওরা। এই মাঠে তো ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল হওয়ার কথা ছিল। আর্জেন্টাইনরা মাঠে ছিল না। তবে ব্রাজিল পরাজয় মেনে নিতে পারেনি। তারা মাঠে এসে জানান দিচ্ছিল, আমরা এখনো বিশ্বকাপে আছি। ব্রাজিলের হাজার হাজার দর্শক টিকিট কেটে রেখেছিল ফাইনালেরও। তারা ফাইনালেও হয়ত থাকবে ব্রাজিলের পতাকা নিয়ে। ফুটবল দুনিয়াকে জানান দিবে, নেইমাররা হেরে গেলেও আমরা হার স্বীকার করিনি! পরের বিশ্বকাপে আরও প্রতাপ নিয়ে ফিরে আসবে ব্রাজিল। হেক্সা জয়ের মিশন নিয়ে!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর