শুক্রবার, ২০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

‘এ’ দলের হার

ক্রীড়া প্রতিবেদক

থিসারা পেরেরা ৮৬ বলে খেলেছেন ১১১ রানের ইনিংস। ৫টি বিশাল ছক্কার সঙ্গে ৯টি দৃষ্টি নন্দন বাউন্ডারি। গতকাল সিলেটে লঙ্কান ‘এ’ দলের অধিনায়কের ঝড়ো ব্যাটিংয়েই হেরে যায় বাংলাদেশ ‘এ’ দল। ৬৭ রানে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরালো লঙ্কানরা। প্রথম ম্যাচে জিতেছিল বাংলাদেশ। কিন্তু গতকাল লঙ্কানদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ২৭৫ রান করেছিল। বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে ২০৮ রানে। বাংলাদেশের ইনিংসে কোনো হাফ সেঞ্চুরিও ছিল না। সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছেন আল আমিন। এছাড়া জাকির হাসানের ব্যাট থেকে এসেছে ৩২ রান। গতকাল বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে ৪৪.৩ ওভারেই। লঙ্কান বোলার পুষ্পকুমারা ও পেইরিস তিনটি করে উইকেট নিয়েছেন। গতকাল দলীয় খাতায় রান যোগ করার আগেই সাজঘরে ফিরে যান লঙ্কান ওপেনার থিরিমান্নে।

১০০ রানের মধ্যেই টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় শ্রীলঙ্কা। ১২৯ রানে সপ্তম উইকেটের পতন ঘটে লঙ্কানদের। সেখান থেকে লঙ্কানরা ২৭৫ রানের বড় সংগ্রহ করেছিল অধিনায়ক পেরেরার সেঞ্চুরির সৌজন্যে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর