শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ম্যানইউ মাঠে নামছে আজ

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের সব ক্লাবই ম্যানচেস্টার সিটির আধিপত্যের কাছে হার স্বীকার করেছিল গত মৌসুমে। হোসে মরিনহোর কারিকুরি শেষ করে দিয়েছিলেন পেপ গার্ডিওলা। মৌসুম শেষ হওয়ার অনেক আগেই নিশ্চিত করে নিয়েছিলেন লিগ শিরোপা। নতুন আরও একটা মৌসুম শুরু হচ্ছে আজ থেকে। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমদিনেই মাঠে নামছে হোসে মরিনহোর দল ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলরা মুখোমুখি হচ্ছে লিস্টার সিটির। গত মৌসুমে অনেক চেষ্টা করেও ম্যানসিটিকে স্পর্শ করতে পারেনি ম্যানইউ। তবে লিগের দ্বিতীয় স্থান ধরে রেখেছিল তারা।

স্যার আলেক্স ফার্গুসন যুগের পর প্রথমবারের মতো তারা দুইয়ে থেকে লিগ শেষ করেছিল। এবার নতুন উদ্যমে লিগ শুরু করতে চান মরিনহো। কিন্তু তিনি ভয় পাচ্ছেন, ক্লাব কর্তারা এখনো একটা দল দাঁড় করাতে পারেনি তার সামনে। এই কারণে বেশ ক্ষুব্ধ মরিনহো। তিনি বলেন, ‘যদি আমরা ভালো একটা দল গড়ে তুলতে না পারি তবে এটা আমাদের জন্য কঠিন এক মৌসুম হতে পারে।’ তার জোর দাবি, আরও বেশ কয়েকজন সেরা মানের ফুটবলার প্রয়োজন ক্লাবে। বিশেষ করে অনেকেই যখন দলছুট হতে চাইছে। এরই মধ্যে পল পগবা দল ছেড়ে চলে যেতে চান বার্সেলোনায়। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ম্যানইউ মাঠে নামলেও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি মাঠে নামবে রবিবার। প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষের সঙ্গে দেখা হচ্ছে পেপ গার্ডিওলার শিষ্যদের। এমিরেটস স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে আর্সেনালের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর