শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

জামালরা আজ জাকার্তা যাচ্ছেন

ক্রীড়া প্রতিবেদক

জামালরা আজ জাকার্তা যাচ্ছেন

বাংলাদেশ জাতীয় ফুটবল দল —বাংলাদেশ প্রতিদিন

জাকার্তা এশিয়ান গেমসকে সামনে রেখে শেষ বেলার প্রস্তুতিটা ভালোই হয়েছে বাংলাদেশ ফুটবল দলের। দক্ষিণ কোরিয়ায় প্রায় ১০ দিন অবস্থানকালে তিন তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন জামাল ভুঁইয়ারা। যদিও ম্যাচগুলো কোরিয়ান জাতীয় দলের বিপক্ষে হয়নি। তারপরও ফিফার স্বীকৃতি ছিল। প্রীতি তিন ম্যাচের প্রথমটি গুয়াংজুর কাছে হেরেছিল বাংলাদেশ। পরের দুটি জিতে সফর শেষ করে। টানা দুই ম্যাচ জেতার আত্মবিশ্বাস নিয়েই জেমি ডে-এর নেতৃত্বে ফুটবল দল আজ সিউল ছেড়ে জাকার্তার উদ্দেশে পাড়ি দেবে। জাকার্তা গেমসে বাংলাদেশের মূল মিশন শুরু ১৪ আগস্ট। জাকার্তা গেমসের আনুষ্ঠানিক পর্দা উঠবে ১৮ আগস্ট। অথচ ফুটবল শুরু হয়ে যাবে ১৪ আগস্ট। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান। ১৬ আগস্ট দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ থাইল্যান্ড এবং ২০ আগস্ট তৃতীয় ম্যাচ খেলবে ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক কাতারের বিপক্ষে।

১৯৭৮ সাল থেকে বাংলাদেশ নিয়মিত এশিয়ান গেমসে অংশ নিচ্ছে। গেমসের প্রতিটি আসরেই খেলেছে বাংলাদেশ ফুটবল দল। কিন্তু সাফল্য কড়ে আঙ্গুলে গোনা যায়। জয় সাকুল্যে তিনটি। সর্বশেষ ২০১৪ সালে ইনচন এশিয়াডে আফগানিস্তানকে হারিয়েছিল ১-০ গোলে। এ ছাড়া দুটি জয়ের একটি মালয়েশিয়ার বিপক্ষে ১৯৮২ সালে দিল্লি এশিয়াডে ২-১ গোলে এবং আরেকটি জয় ‘হিমালয় দুহিতা’ নেপালের বিপক্ষে ১-০ গোলে। এমন পারফরম্যান্স, তারপরও কোচ স্বপ্ন দেখছেন এবার ভালো কিছু করার। যদিও প্রতিপক্ষ দলগুলো শক্তি ও সামর্থ্যে এগিয়ে অনেক। অবশ্য এশিয়ান গেমসে খেললেও বাংলাদেশের মূল টার্গেট সাফ চ্যাম্পিয়নশিপ, যা ঢাকায় অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বরে।

সর্বশেষ খবর