শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

আফজালুর রহমান সিনহাকে শেষ শ্রদ্ধা

ক্রীড়া প্রতিবেদক

আফজালুর রহমান সিনহাকে শেষ শ্রদ্ধা

দেশবরেণ্য ক্রিকেট সংগঠক আফজালুর রহমান সিনহার মরদেহ পৌঁছার কথা ছিল পরশু গভীর রাতে। কিন্তু লাশ চেন্নাই থেকে ঢাকা পৌঁছায় গতকাল বিকালে। ঢাকায় আসার পর সন্ধ্যায় বিশিষ্ট ক্রীড়া সংগঠকের লাশ আনা হয় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বিসিবি একাডেমি মাঠে রাত ৮টায় আফজালুর রহমান সিনহার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি, পরিচালক, কর্মকর্তা, কর্মচারী, জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সংবাদকর্মীরা। বিসিবি, বিপিএল পরিচালনা পরিষদ, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়। এরপর তাকে নেওয়া হয় একমি অফিস ও ঢাকা ক্লাবে। রাতে বিক্রমপুরে পারিবারিক কবরস্থানে দাফন হওয়ার কথা।

ক্রিকেট সংগঠক আফজালুর রহমান সিনহা বুধবার রাত ৯টা ৪০ মিনিটে ভারতের চেন্নাইয়ের গ্লেনঈগলস গ্লোবাল হেলথ হাসপাতালে মারা যান। আফজালুর রহমান সিনহা মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন একমি ল্যাবরেটরিজের চেয়ারম্যান। এ ছাড়া বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বিসিবি ফিন্যান্স কমিটির চেয়ারম্যানও ছিলেন। আবাহনী ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তিন যুগেরও বেশি সময়। চেয়ারম্যান ছিলেন সূর্যতরুণ ক্লাবেরও। জনপ্রিয় ক্রীড়া সংগঠক দেশের অন্যতম শীর্ষ ও অভিজাত সামাজিক ক্লাব ‘ঢাকা ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট।

সর্বশেষ খবর