শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জাতীয় দলের শুভ কামনায় সাবেকরা

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলের শুভ কামনায় সাবেকরা

ফুটবলারদের স্মরণীয় দিন। ২০০৩ সালে সাফ বিজয়ী বাংলাদেশ দলকে জমকালো অনুষ্ঠানে সংবর্ধনা জানায় বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে পেশাদার লিগে নবাগত ক্লাব বসুন্ধরা কিংস —বাংলাদেশ প্রতিদিন

টিপটপ গোছানো বলরুমে সবার আগে কে পা রেখেছেন, বলা মুশকিল। এক সঙ্গে গল্প করতে করতে ঢুকেছেন রজনী, মনি, কাঞ্চন, আলফাজরা। স্ত্রীসহ আসেন আরমান মিয়া। এরা সবাই বাংলাদেশ ফুটবলের সোনালী সময়ের তারকা ফুটবলার। এরা সবাই চ্যাম্পিয়ন দলের গর্বিত সদস্য। এরা এক একজন চ্যাম্পিয়ন ফুটবলার। বাংলাদেশের ফুটবল ইতিহাসে হাতে গোনা যে কয়টি সাফল্য রয়েছে, তার অন্যতম সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। ২০০৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই দলের হয়ে উৎসবের রঙে গোটা দেশকে রাঙিয়েছিলেন এসব ফুটবলার। গতকাল বসুন্ধরা কিংসের পৃষ্টপোষকতায় বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি স্থানীয় একটি হোটেলে সাফ চ্যাম্পিয়ন ফুটবল দলকে সংবর্ধনা দেয়। সেখানে চ্যাম্পিয়ন দলের রজনী কান্ত বর্মণ, আমিনুল, মনি, আলফাজ, বিপ্লব, কাঞ্চনরা প্রায় সবাই উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন চলতি সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশের কোচ জেমি ডে, তার কোচিং স্টাফ, মামুনুল, বিপলু, সুফিলসহ সবাই। জমকালো এই অনুষ্ঠানে ২০০৩ সালের চ্যাম্পিয়ন দলের সদস্যরা শুভকামনা জানান বর্তমান দলের ফুটবলারদের। বাংলাদেশ এবার নিয়ে তৃতীয়বারের মতো আয়োজন করছে সাফ চ্যাম্পিয়নশিপ। ১৯৯৫ সাল থেকে নিয়মিত খেলছে। কিন্তু সাফল্য বলতে ১৫ বছর আগে ২০০৩ সালের চ্যাম্পিয়নশিপ।

সর্বশেষ খবর