শিরোনাম
মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঢাকায় বসুন্ধরা কিংসের কোচ

ক্রীড়া প্রতিবেদক

ঢাকায় বসুন্ধরা কিংসের কোচ

অস্কার ব্রুজোন

প্রিমিয়ার লিগে অভিষেকেই বাজিমাত করতে মরিয়া বসুন্ধরা কিংস। গত বছর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে কিংস নাম লেখায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। পেশাদার লিগে এবারই প্রথম খেলছে ক্লাবটি। প্রথম আসরকে স্মরণীয় করে রাখতে একই সঙ্গে শক্তিশালী দল গঠন করেছে। সেজন্য ক্লাব কর্তৃপক্ষ ফুটবলারদের দায়িত্ব তুলে দিয়েছেন স্পেনের ৪১ বছর বয়স্ক কোচ অস্কার ব্রুজোনকে। বসুন্ধরা কিংসের দায়িত্ব নিতে গতকাল ঢাকায় পা রাখেন ব্রুজোন। কিংসের দায়িত্ব নেওয়ার আগে তিনি কোচিং করিয়েছেন মালদ্বীপের চ্যাম্পিয়ন নিউ রেডিয়ান্টের। ব্রুজোন এর আগে মার্চে ঢাকা সফর করেন। এএফসি চ্যাম্পিয়ন্স কাপ খেলতে রেডিয়ান্টের কোচ হয়ে ঢাকা এসেছিলেন। ঢাকা আবাহনীকে ১-০ গোলে হারানোর স্বাদ নিয়ে তিনি চলে যান মালদ্বীপ। ব্রুজোন ক্যারিয়ার শুরু করেন স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ক্লাব দিয়ে। ২০১২ সালে ভারতে আসেন কোচিং করাতে। কোচিং করান ক্লাব ডি গোয়াকে। তার কোচিংয়ে গোয়া চ্যাম্পিয়ন হয় ফেডারেশন কাপে। ২০১৫ সালে যোগ দেন ইন্ডিয়ান সুপার লিগে। মুম্বাই সিটি এফসির হেড কোচ নিকোলাস আনেলকার সহকারী হিসেবে কাজ করেন। ২০১৭ সালে মালদ্বীপে এসে দায়িত্ব নেন নিউ রেডিয়ান্টের। ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর থেকেই তার ভাগ্য সুপ্রসন্ন হতে থাকে। তার কোচিংয়ে প্রথম বছরেই জিতেন প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও প্রেসিডেন্ট কাপ। চলতি বছরে জিতে চ্যারিটি শিল্ড সুপার কাপ। এএফসি কাপের নক আউট পর্ব টপকে তুলে নেন ফাইনাল প্লে অফে। তার কোচিংয়ে রেডিয়ান্ট ৪৩ ম্যাচে অংশ নিয়ে জয় পেয়েছে ৩৫টি। হার ও ড্র সমান ৪টি করে। একজন সফল কোচ অস্কার ব্রুজোনের হাত ধরে বিপিএলে নিজেদের প্রথম আসরে চ্যাম্পিয়ন হতে চায় বসুন্ধরা কিংস।

সর্বশেষ খবর