শিরোনাম
মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মেসি জাদুতে বার্সার বড় জয়

ক্রীড়া ডেস্ক

মেসি জাদুতে বার্সার বড় জয়

তিন বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপার ধারে কাছে নেই। সেমিফাইনাল পর্যন্ত দৌড়াতে পারেনি। যদিও লা লিগার শিরোপা জিতে দর্শকদের মনোবাসনা পূরণ করেছে। কিন্তু আরনেস্তো ভালদেরোদোর দল বার্সেলোনা এবার মরিয়া হয়ে নেমেছে। শুধু লা লিগা নয়, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততেও মরিয়া। বার্সেলোনার ঘরের ছেলে হয়ে যাওয়া লিওনেল মেসিও মরিয়া। বিশ্বকাপে পারেনি। সেই হতাশা কাটিয়ে এবার গা ঝাড়া দিয়ে উঠেছেন। পরশু রাতে ন্যু ক্যাম্পে লা লিগার নবাগত দল সোসিদাদ দেপাটির্ভো হুয়েস্কাকে গুড়িয়ে দিয়েছে ৮-২ গোলে। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন পাঁচবারের বিশ্বসেরা ফুটবলার মেসি। নিজে গোল করেছেন দুটি এবং গোল করিয়েছেন দুটি। এই জয়ে তিন ম্যাচে শতভাগ জয়ের ৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

বড় ব্যবধানে জিতলেও শুরুতেই ধাক্কা খায় বার্সেলোনা। তৃতীয় মিনিটে এগিয়ে যায় নবাগত দলটি। হয়েস্কাকে এগিয়ে নেন দলটির কলম্বিয়ান স্ট্রাইকার কুচো এরনান্দেজ। ডান প্রান্ত থেকে ভেসে আসা বলে হেড করেন স্যামুয়েলে লঙ্গো। তার বলে টোকা দিয়ে গোল দেন এরনান্দেজ। ১৬ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। ক্রোট মিডফিল্ডার ইভান রাকিতিচের পাস ধরে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে মাটি কামড়ানো শটে সমতা আনেন (১-১)। ২৪ মিনিটে আত্মঘাতী গোল খেয়ে পিছিয়ে পড়ে সফরকারী হুয়েস্কা (১-২)। ৩৯ মিনিটে ব্যবধান ৩-১ করেনবার্সার উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। প্রথমার্ধে ব্যবধান কমায় হুয়েস্কা। ৪২ মিনিটে ব্যবধান ৩-২ করেন জুয়েস্কার স্প্যানিশ স্ট্রাইকার আলেসান্দ্রো গাইয়ার। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে নবাগত দলটি আর পেড়ে উঠেনি মেসি, সুয়ারেজদের গতি ও আক্রমণের সঙ্গে। দ্বিতীয়ার্ধের খেলার শুরুর পরপরই গোল উৎসবে মেতে উঠে বার্সেলোনা। ৪৮ মিনিটে ব্যবধান ৪-২ করেন ফরাসি স্ট্রাইকার দেম্বেলে। ৫২ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন রাকিতিচ। ৬১ মিনিটে কাউন্টার অ্যাটাকে ম্যাচের ষষ্ঠ ও নিজের দ্বিতীয় গোল করেন মেসি (৬-২)। চলতি লিগে পাঁচবারের বিশ্বসেরা স্ট্রাইকারের এটা চার নম্বর গোল। আলবেজের বিপক্ষেও জোড়া গোল করেছিলেন মেসি। ৮১ মিনিটে মেসির পাসে দলের সাত নম্বর গোলটি করেন জর্দি আলভা (৭-২)। অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় বার্সেলোনা। চলতি লিগের প্রথম হ্যাটট্রিকটি করতে পারতেন মেসি। কিন্তু স্পট কিক তিনি না নিয়ে শট নিতে দেন সুয়ারেজকে। সুয়ারেজ ঠাণ্ডা মাথায় ব্যবধান ৮-২ করে।

সর্বশেষ খবর