মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মেসি আউট মডরিচ-সালাহ ইন

ফিফা বর্ষসেরা পুরস্কার

ক্রীড়া ডেস্ক

মেসি আউট মডরিচ-সালাহ ইন

আগেরদিন ডেপার্টিভোকে ৮-২ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। ম্যাচ জয়ের নায়ক ছিলেন লিওনেন মেসি। নিজে জোড়া গোল করেন। ২ গোল আসে তারই সহযোগিতায়। এমন বড় জয় বার্সাশিবিরে প্রাণ ফিরে আসে। রাশিয়া বিশ্বকাপের পর লা-লিগায় মেসি খেললেন মেসি রূপেই। কিন্তু সকালে উঠে তাকে শুনতে হলো হতাশার খবর। ইউরোপ সেরার টপ থ্রিতে জায়গা হয়নি তার। উয়েফার পর কিপার বর্ষসেরা আশায়ও শেষ হয়ে গেল আর্জেন্টাইন তারকার। কেননা সংক্ষিপ্ত তিনজনের তালিকায় মেসি আউট। পাঁচবার ব্যালনডি জেতা এই ফুটবলারের বছরটা হতাশার মধ্যেই কাটল। মেসি না থাকলেও শর্ট লিস্টে ঠিকই জায়গা হয়েছে জুভেন্টাসে যোগ দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর। রাশিয়া বিশ্বকাপে তার দেশ পর্তুগাল দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে। তবে উদ্বোধনী ম্যাচে স্পেনের বিপক্ষে তার ২ গোল ফুটবলপ্রেমীদের চোখে ভাসছে। লা-লিগায় রিয়াল মাদ্রিদ দারুণ কিছু না করলেও উয়েফা চ্যাম্পিয়নশিপ লিগে হ্যাটট্রিক শিরোপা জিতে। এর পেছনে বড় ভূমিকা ছিল রোনালদোরই। তাই ফিফা বর্ষসেরা তালিকায় তার নাম আনতে বেগ পেতে হয়নি কর্মকর্তাদের। রোনালদো ছাড়া শর্ট লিস্টে আছেন বিশ্বকাপ রানার্সআপ ক্রোয়েশিয়ার লুকা মডরিচ ও মিসরের মোহামেদ সালাহর নাম। উয়েফার সেরা পুরস্কার পেয়েছেন মডরিচ। রিয়ালে খেলা এই তারকায়ই সম্ভবত প্রথমবারের মতো জিততে যাচ্ছেন ফিফা বর্ষসেরা পুরস্কার। জুভেন্টাসে যোগ দিয়ে এখনো গোলের দেখা পাননি রোনালদো। যদি ব্যালন ডি অরের দেখা পান তা হবে ইতিহাস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর