বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বড় ইনিংসের খোঁজে লিটন

ক্রীড়া প্রতিবেদক

বড় ইনিংসের খোঁজে লিটন

প্রায় এক যুগ ধরে নতুন বলে খেলছেন তামিম ইকবাল। ওপেনার তামিমের সঙ্গী হিসেবে খেলেছেন অনেকেই। থিঁতু হতে পারেননি কেউ। সর্বশেষ খেলেছেন লিটন দাস। গাট্টাগোট্টা লিটন তিন বছর ধরে খেলছেন জাতীয় দলে। কিন্তু নিয়মিত হতে পারছেন না। তাই বলে তার প্রতিভা নিয়ে কোনো দ্বিমত নেই ক্রিকেটবোদ্ধাদের। বরং তার আগ্রাসী ব্যাটিংয়ে মুগ্ধ সবাই। ১৫ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ ক্রিকেট। মাশরাফি বিন মর্তুজা, স্টিভ রোডসের স্কোয়াডে রয়েছেন তিনি। বাংলাদেশ এবার মরু রাজ্য দুবাই ও আবুধাবীতে পা রাখছে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে। সেই দলের সদস্য লিটনের ওপর বাড়তি চাপ থাকবে এবার। চাপ সামলে তাই সবার মনোবাসনা পূরণ করে রান করতে চান ডান হাতি ব্যাটসম্যান।

তিন বছর আগে ভারতের বিপক্ষে অভিষেক। ফতুল্লায় চার-ছক্কার ফুলঝুড়িতে আলো ছড়িয়েছিলেন। এরপরও নিয়মিত হতে পারেননি। যদিও লাল-সবুজ পতাকার জার্সি গায়ে চড়িয়ে এখন পর্যন্ত ১০ টেস্ট, ১২ ওয়ানডে ও ১৫টি টি-২০ ম্যাচ খেলেছেন। সর্বশেষ ম্যাচটি খেলেছেন বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ ম্যাচ এবং খেলেছিলেন ৬১ রানের ম্যাচজয়ী ইনিংস। তিন ফরম্যাটেই খেলছেন টাইগারদের হয়ে। কিন্তু নামের প্রতি ঠিক সুবিচার করতে পারছেন না। টেস্টে হাফসেঞ্চুরি ৩টি, টি-২০তে একটি এবং ওয়ানডেতে সর্বোচ্চ রান ৩৬। এশিয়া কাপে এবার সব ব্যর্থতা ঘুচিয়ে রান করতে চান। ব্যাটিং উপদেষ্টা নেইল ম্যাকেঞ্জির কোচিংয়ে নিজেকে ঘষেমেজে নিচ্ছেন তিনি। ছোট ছোট ইনিংসগুলোকে লম্বা করতে মরিয়া লিটন, ‘বড় ক্রিকেটাররা ভালো শুরু করে ইনিংসগুলোকে লম্বা করেন। বড়দের কাতারে যেতে পারিনি বলে বড় ইনিংস খেলতে পারিনি। এবার চেষ্টা থাকবে লম্বা ইনিংস খেলার।’

১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ২০ সেপ্টেম্বর আফগানিস্তান ম্যাচ। তামিমের সঙ্গী হিসেবে ওপেন করবেন মোটামুটি নিশ্চিত। সুযোগটিকে কাজে লাগাতে চাইছেন তিনি, ‘অনেকদিন ধরেই ওয়ানডের বাইরে। এবার সুযোগ পেয়েছি। কাজে লাগাতে চাই। সবার চাওয়া মেনে রান করতে চাই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর