শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

হার এড়াল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স

ক্রীড়া ডেস্ক

হার এড়াল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স

ফ্রান্স রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। জার্মানিরও লক্ষ্য ছিল স্বপ্নের ট্রফি ধরে রেখে তারা ব্রাজিলের সর্বোচ্চ পাঁচবার শিরোপার ভাগিদার হবে। তা আর হলো না। গ্রুপ পর্ব খেলেই বিদায় নিয়েছিল চারবারের চ্যাম্পিয়নরা। বিশ্বকাপের পর বৃহস্পতিবার প্রথম মাঠে নামে ফ্রান্স ও জার্মানি। উয়েফা নেশনস লিগের ম্যাচে দুই দল মুখোমুখি হয়। দুই বিশ্ব চ্যাম্পিয়নের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। তুলনামূলক ম্যাচে প্রাধান্য বিস্তার করে জার্মানি। ফরাসি রক্ষণভাগ ভেঙে দিয়ে জার্মানরা ঝটিকা আক্রমণ চালায়। যে সুযোগ এসেছিল তাতে অন্তত দুই গোলে জেতা উচিত ছিল জার্মানির। কিন্তু গোলরক্ষক আলফন্সো আরিওলার কৃতিত্বেই নিশ্চিত হার থেকে রেহাই পায় ফুটবলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। টনি ক্রুস, আন্তনিও রুডগার, হামেলস সহজ গোলের সুযোগ নষ্ট করেন। শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফ্রান্স। প্রথমার্ধের শেষ দিকে তারাও গোল করার সুযোগ পেয়েছিল। এমবাপ্পে ব্যর্থ হলে এগিয়ে যেতে পারেনি। দ্বিতীয়ার্ধেও আক্রমণ পাল্টা আক্রমণের সঙ্গে সমান তালে চলতে থাকে গোল মিসের মহড়াও। তবে জার্মানির গোল মিসের চেয়ে ফ্রান্স গোলরক্ষক আরিওলার কৃতিত্বটাকে বাহবা দেওয়া যায়। চ্যাম্পিয়ন ফ্রান্সের ড্রর দিনে একই পথে হেঁটেছে বিশ্বকাপ রানার্সআপ দল ক্রোয়েশিয়া। তবে প্রীতি ম্যাচে। পর্তুগাল দলে ক্রিস্টিয়ানো রোনালদো না খেললেও ক্রোয়েশিয়া জিততে পারেনি। ১-১ গোলে ড্র করেছে। ১৮ মিনিটে এগিয়ে যায় ক্রোটরা। ইভান পেরোসিচ গোলটি করেন। ৩২ মিনিটেই অবশ্য সমতায় ফিরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। রোনালদোর অনুপস্থিতিতে ম্যাচের অধিনায়ক ছিলেন পেপে। কর্নার থেকে আসা বলে হেডে গোল করেই ড্র এনে দেন পর্তুগালকে।

সর্বশেষ খবর