Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১২ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:০৫

বিশ্বকাপজয়ী অধিনায়কের জরিমানা

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপজয়ী অধিনায়কের জরিমানা

বিশ্বকাপ জয়ের রেশটা এখনো শেষ হয়নি ফ্রান্সের হুগো লরিসের। রাশিয়া বিশ্বকাপে তিনিই দলকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এরই মধ্যে তাকে বেশ বড় ধরনের শাস্তির মুখেই পড়তে হয়েছে। গত ২৪ আগস্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়েছিলেন লরিস। গ্রেফতারও হয়েছিলেন তিনি। তবে জামিনে মুক্তি পান। অবশ্য শাস্তির বিষয়টা এতদিন ঝুলে ছিল। গতকাল সেই শাস্তিই শুনলেন রাশিয়ায় বিশ্বকাপ জয় করে আসা এই ফরাসি অধিনায়ক। জেলে যেতে হবে না তাকে। তবে গুনতে হবে ৫০ হাজার পাউন্ড জরিমানা। তাছাড়া ২০ মাসের জন্য গাড়ির ড্রাইভিং সিটে আর বসতে পারছেন না তিনি। তার গাড়ি ড্রাইভিংয়ের ওপর নিষেধাজ্ঞাও জারি করেছে আদালত। হুগো লরিস গত ২৪ আগস্ট তার ফুটবলার বন্ধুদের নিয়ে রাতের খাবার খেতে বেরিয়েছিলেন। সঙ্গে ছিলেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা অলিভিয়ের গিরদ এবং আর্সেনালের ফরাসি তারকা লরেন্ত কোসেলনি। রাত আড়াইটার দিকে তার গাড়ি সেন্ট্রাল লন্ডনে আটকে দেয় পুলিশ। সেখানেই পরীক্ষায় নিশ্চিত হয় পুলিশ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন হুগো লরিস। সেখান থেকেই তাকে থানায় নিয়ে ডিএনএ স্যাম্পল এবং আঙ্গুলের ছাপ নিয়ে হাজতে ঢুকানো হয়। অবশ্য পরেরদিনই ওয়েস্ট মিনস্টার ম্যাজিস্ট্রেটের কোর্টে ক্ষমা চাওয়ার পর জামিনে মুক্তি পান লরিস।


আপনার মন্তব্য