শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘কোহলির অনেক কিছু শেখার আছে’

ক্রীড়া ডেস্ক

‘কোহলির অনেক কিছু শেখার আছে’

ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর ভারতীয় সমালোচনা চলছেই। এবার সমালোচকদের দলে যোগ দিয়েছেন ‘লিটল মাস্টার’ সুনীল গাভাস্কার। ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার মনে করেন, এই সফরে অধিনায়ক হিসেবে বিরাট কোহলি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেননি। গাভাস্কার বলে, ‘কোহলির আরও অনেক কিছু শেখার আছে। কিছু দিন আগে দক্ষিণ আফ্রিকা সফরে দেখেছি আর এবার ইংল্যান্ডে দেখলাম। বোলিং পরিবর্তন ঠিকমতো হয়নি। যে কারণে ইংল্যান্ড বাড়তি সুবিধা পেয়েছে।’ গাভাস্কার মনে করেন, গত ১৫ বছরের মধ্যে সেরা দলটি নিয়েই ইংল্যান্ড সফরে গিয়েছিলেন কোহলি। সঙ্গে ছিলেন রবি শাস্ত্রীর মতো কোচ। তারপরও ইংল্যান্ডের কাছে এভাবে হারটা যেন মেনে নিতে পাচ্ছেন না গাভাস্কার। শিরোপা হাত ছাড়া হওয়ার পর শেষ ম্যাচে ভালো করা উচিত ছিল ভারতের। সিরিজটা শেষ পর্যন্ত ৩-১ গোলে কিছুটা ভালো লাগতো বলে মনে করেন তিনি।

সর্বশেষ খবর