শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

নাওমির লক্ষ্য ‘ট্যুর ফাইনাল’

ক্রীড়া ডেস্ক

নাওমির লক্ষ্য ‘ট্যুর ফাইনাল’

সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেন জয় করার পর জাপানি মেয়ে নাওমি ওসাকার বেশ উন্নতি হয়েছে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে। তিনি এরই মধ্যে ১২ ধাপ উপরে উঠে ৭ নম্বরে অবস্থান করছেন। বছরের শেষ গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ‘ডব্লিউটিএ ট্যুর ফাইনালে’ অংশ নিয়ে তা জয় করাই এখন তার লক্ষ্য। নাওমি ওসাকা ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন। এমনকি ইউএস ওপেনে সেরেনাকে হারানোর আগে কেবল একটা ডব্লিউটিএ টুর্নামেন্ট জিতেছেন তিনি। ক্যারিয়ারের শুরুতেই এবার ট্যুর ফাইনালটাও জিততে চান নাওমি ওসাকা। ইউএস ওপেন জয়ের পর প্রথমবারের মতো তিনি জাপানের মাটিতে পা রেখেছেন। তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাপান। ২০ বছর বয়সী এই তারকা জাপানের মাটিতে পা রেখে বললেন, ‘এবার আমার লক্ষ্য হলো সিঙ্গাপুরে জয় পাওয়া।’ টু্যূর ফাইনালে খেলতে হলে র‌্যাঙ্কিংয়ে অন্তত শীর্ষ আটে থাকতে হবে। নাওমির আশা, প্যাসিফিক ওপেন জিতেই তিনি র‌্যাঙ্কিংয়ের পাঁচে উঠে যেতে পারবেন। তাছাড়া টোকিওতে অনুষ্ঠিত অলিম্পিকে ভালো কিছু করার ব্যাপারেও আশাবাদী নাওমি ওসাকা। তিনি বলেন, ‘টোকিওতে অলিম্পিক অনুষ্ঠিত হবে। এটা নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। এখানে সোনা জেতাই আমার লক্ষ্য।’ ইউএস ওপেন জয়ের দিনে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়েও মুখ খুলেছেন এই জাপানি মেয়ে। সেরেনা উইলিয়ামসের আচরণে তিনি মোটেও বিরক্ত নন।

বরং ইউএস ওপেনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জেতাটা দারুণভাব উপভোগ করেছেন তিনি। সেরেনা উইলিয়ামসও অবশ্য নাওমি ওসাকার জয়টাকে স্মরণীয় করে রাখতে দর্শকদের অনুরোধ করেছিলেন। এসবের দিকে জাপানি মেয়ের খেয়াল ছিল না মোটেও। তিনি বলেন, ‘আমার কাছে কোনো কিছুই খারাপ লাগছিল না। আর আমি আসলে জানতামই না, যে অনুভূতিটা কেমন হওয়া উচিত। এর আগে এমন অভিজ্ঞতা আমার কখনো ছিল না।’ ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়টাকে তিনি দারুণভাবে উপভোগ করেছেন। আশপাশের বিতর্ক তাকে মোটেও প্রভাবিত করতে পারেনি বলে জানিয়েছেন নাওমি।

সর্বশেষ খবর