মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ছয় সপ্তাহ মাঠের বাইরে তামিম

দেশে ফিরছেন আজ

ক্রীড়া প্রতিবেদক, দুবাই থেকে

ছয় সপ্তাহ মাঠের বাইরে তামিম

বাইরের তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস। গা ঝলসানো রোদে জরুরি কোনো কাজ না থাকলে বাইরে কেউ একটা বেরোয় না। প্রচণ্ড রোদে যখন নাভিশ্বাস সবার, তখন দুপুর ১২টায় ডাক্তারের সঙ্গে দেখা করেন তামিম ইকবাল। ঘণ্টা খানেক পর টিম হোটেলে ফিরেন কোনো সুখবর নিয়ে নয়। হোটেলে ফিরে দুঃখ জাগানিয়া সংবাদে বিমর্ষ তামিম নিজ থেকেই টিম ম্যানেজমেন্টকে জানান,  এখনই অস্ত্রোপচার করতে হবে না হাতের কব্জিতে। তবে মাঠের বাইরে থাকতে হবে ৬ সপ্তাহ। এতে শুধু এশিয়া কাপ নয়, জিম্বাবুয়ে সিরিজও খেলা হবে না দেশসেরা ওপেনারের। হাতের কব্জিতে ফ্রাকচার নিয়ে তামিম দেশে ফিরছেন আজ। শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য জয়ের ম্যাচে কব্জিতে ব্যথা পান তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারে সুরঙ্গা লাকমলের হঠাৎ লাফিয়ে উঠা বলে পুল খেলতে যেয়ে লাইন মিস করেন। বল আঘাত হানে বাঁ হাতের কব্জিতে। আঘাত পেয়ে মাঠের বাইরে চলে আসেন তিনি। যদিও ইনিংসের অন্তিম মুহূর্তে দলের প্রয়োজনে ভাঙা কব্জি নিয়ে খেলতে নামেন এবং মুগ্ধ করেন নিজ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলি ম্যাথিউসকে। বীরত্বগাথা ব্যাটিং করে লাখো কোটি ক্রিকেটপ্রেমীর হৃদয় জয় করলেও ভাঙা হৃদয় নিয়ে ফিরে যাচ্ছেন ঢাকা। ঢাকায় যাওয়ার আগে নিজের কষ্টের কথা বলেন তামিম, ‘হাত ভাঙেনি। ফ্রাকচার রয়েছে। এখনই অস্ত্রোপচার করতে হবে কি না নিশ্চিত নই। রিপোর্ট আজকালের মধ্যে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া পাঠানো হবে। তারপর জানা যাবে অস্ত্রোপচার করতে হবে কিনা।’ গুরুতর আঘাতের জন্য তামিমকে মাঠের বাইরে থাকতে হবে ছয় সপ্তাহ বা দেড় মাস। ইনজুরিতে এর আগেও মাঠের বাইরে ছিলেন। সুস্থ হয়ে ফিরেছেন। খেলছেন দাপটের সঙ্গে। টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিন ফরম্যাটেই তিনি এখন দেশসেরা ব্যাটসম্যান। শিরোপা স্বপ্নে বিভোর বাংলাদেশ দলকে জোর ধাক্কাই খেতে হবে বাঁ হাতি ওপেনারকে ছাড়া।

সর্বশেষ খবর