শিরোনাম
বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মারিয়াদের সামনে এবার লেবানন

ক্রীড়া প্রতিবেদক

মারিয়াদের সামনে এবার লেবানন

লেবানন ম্যাচ সামনে রেখে অনুশীলনে নেমেছেন অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা —সৌজন্যে

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে শুরুটা দুর্দান্ত করেছেন মারিয়া মান্ডারা। এফ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই বাহরাইনের মেয়েদের ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর আর পিছনে ফিরে তাকাতে রাজি নয় বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েই বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে খেলতে চায় তারা। এফ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মারিয়া মান্ডারা মুখোমুখি হচ্ছে লেবানিজ মেয়েদের।

প্রথম দুই ম্যাচ জিতে লেবানন এফ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। বাহরাইনকে ৮-০ গোলে এবং সংযুক্ত আরব আমিরাতকে ৬-৩ গোলে হারিয়েছে লেবানন। দুই ম্যাচে ১৪ গোল করা প্রতিপক্ষ নিশ্চয়ই সহজ হবে না। এই ধারণা নিয়েই মাঠে নামবেন মারিয়া মান্ডারা। প্রথম ম্যাচে বাহরাইনকে ১০ গোলে উড়িয়ে দিলেও তা মাথায় রাখতে চাইছে না দলটা। গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘আমাদের ভাবনায় এখন কেবল লেবানন ম্যাচ। লক্ষ্য ছিল প্রথম ম্যাচ জেতা। তা পূরণ হয়েছে। এবার সামনে এগিয়ে যাওয়ার পালা।’ গতকাল সকালে কঠোর অনুশীলন করেছেন মারিয়া মান্ডারা। লেবানন ম্যাচের জন্য পূর্ণ প্রস্তুত দলটা। এবার বাছাই পর্বের প্রথম রাউন্ডে এফ গ্রুপে বাহরাইন আর লেবানন ছাড়াও বাংলাদেশের মেয়েরা মুখোমুখি হচ্ছে ভিয়েতনাম ও সংযুক্ত আরব আমিরাতের। প্রথম রাউন্ডে ৩০টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। এখান থেকে সেরা ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে। দ্বিতীয় রাউন্ডে দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল খেলবে চূড়ান্ত পর্বে। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ২০১৯’র আসর বসবে থাইল্যান্ডে। স্বাগতিক হিসেবে এরই মধ্যে চূড়ান্ত পর্বে ঠাঁই পেয়েছে থাইল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় স্থানধারী জাপানও চূড়ান্ত পর্ব খেলবে সরাসরি। বাংলাদেশকে বেশ কঠিন বাধা অতিক্রম করেই আসতে হবে চূড়ান্ত পর্বে। প্রথম ম্যাচ জিতে সেই পথে অনেকটাই এগিয়ে গেলেন মারিয়া মান্ডারা। আজ লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর সংযুক্ত আরব আমিরাত এবং ভিয়েতনামের মুখোমুখি হবেন মারিয়ারা। তিন ম্যাচের দুটিতে জিতলেও গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ। অবশ্য ছয় গ্রুপের চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় স্থানে থাকা সেরা দুই দল দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে।

সর্বশেষ খবর