Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
আপলোড : ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:১৯

বঙ্গবন্ধু কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল শুরু

নোয়াখালী প্রতিনিধি

বঙ্গবন্ধু কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল শুরু

নোয়াখালীতে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল শুরু হয়েছে। গতকাল নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী । এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুর রউফ মন্ডল, নোয়াখালী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সামছুল হাসান মীরন, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্ট। উদ্বোধনী খেলায় সুবর্ণচর উপজেলা চাটখিল উপজেলার মুখোমুখি হয়। এতে সুবর্ণচর উপজেলা ৩-০ গোলে জয়লাভ করে।  ২য় খেলায় কোম্পানীগঞ্জ উপজেলা কবিরহাট উপজেলার মুখোমুখি হয়।

উল্লেখ্য, নোয়াখালীর ৯টি উপজেলা এবং নোয়াখালী পৌরসভা টিম জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেলা পর্যায়ে উক্ত খেলা অনুষ্ঠিত হবে ।


আপনার মন্তব্য