শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফেবারিটরা জিতেছে, হেরেছে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

ফেবারিটরা জিতেছে, হেরেছে ম্যানসিটি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ দারুণ সূচনা করল। গত বুধবার লস ব্ল্যাঙ্কোসরা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রোমাকে। জি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয়ে নকআউট পর্বের দিকে এগিয়ে চলল রিয়াল মাদ্রিদ। রোমার বিপক্ষে ম্যাচে প্রথম গোল করেন স্প্যানিশ স্ট্রাইকার ইসকো। এরপর গোল করেন গেরেথ বেলে এবং মারিয়ানো। ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পরও রিয়াল মাদ্রিদের শক্তি কমেনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ জয়ে নিজেদেরকে ফেবারিট হিসেবেই প্রমাণ করলেন বেলে-বেনজেমারা। জিনেদিন জিদানের গড়া দলটা ভেঙে গেলেও রিয়াল মাদ্রিদের আছে আগের মতোই ভয়ঙ্কর রূপ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফেবারিটের তালিকায় থাকা জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ এবং ম্যানইউ জয় পেয়েছে গত বুধবার। তবে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। গত বুধবার নিজেদের মাঠেই হেরে গেছে পেপ গার্ডিওলার শিষ্যরা। ইত্তিহাদ স্টেডিয়ামে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও ২-১ গোলে হারিয়েছে ম্যানসিটিকে। ম্যাক্সওয়েল ও নাবিল ফেকিরের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল লিঁও। বার্নার্ডো সিলভার গোলে ব্যবধান কমালেও পরাজয় ঠেকাতে পারেনি ম্যানসিটি। গার্ডিওলার দল হারলেও জিতেছে হোসে মরিনহোর দল ম্যানইউ। পল পগবার ডাবল এবং অ্যান্থনি মার্শালের গোলে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে রেড ডেভিলরা। জয় পেয়েছে রোনালদোর দল জুভেন্টাসও। রোনালদো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দল নিয়েও স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। ওল্ড লেডিদের পক্ষে গোল দুটি করেন মিরালেম পিয়ানিচ। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ২-০ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে। বায়ার্নের পক্ষে গোল দুটি করেন লিওয়ান্দোভস্কি এবং রেনাতো সানচেজ। এ ছাড়াও গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে ডাচ ক্লাব আয়াক্স। তারা ৩-০ গোলে হারিয়েছে গ্রিক ক্লাব এইকে অ্যাথেন্সকে। ইউক্রেনিয়ান ক্লাব শাখতার ২-২ গোলে ড্র করেছে জার্মান ক্লাব হফেনহেইমের সঙ্গে। এ ছাড়াও ২-২ গোলে ড্র করেছে ভিক্টোরিয়া প্লাজেন ও সিএসকেএ মস্কো।

সর্বশেষ খবর